শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৯, ০৬:৫৭ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৯, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই অসুখ আমার জীবন যাপন বদলে দিল!

তন্নীমা আক্তার: মাত্র ১৩ বছর বয়স থেকে টাইপ এ ডায়াবেটিসে আক্রান্ত সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার জীবনসঙ্গী নিক জোনাস।২০০৫ সালের নভেম্বরে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের ডায়াবেটিস টাইপ এ ধরা পড়ে। ইনস্টাগ্রামের এক সাম্প্রতিক পোস্টে নিক জোনাস কথা বলেছেন ডায়াবেটিসের অনুভূতি নিয়ে। প্রথমআলো

নিক একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে ১৪ বছর আগে এই মাসেই আমার টাইপ এ ডায়াবেটিস ধরা পড়ে। এই অসুখ আমার জীবন যাপন বদলে দিল। নিয়মিত ব্যায়াম করো, পরিমাণমতো খাবার খাও, ঠিক সময়ে ঘুমাও, ঘুম থেকে ওঠো। আর আমার বাকি সময়টা কাটত রক্তে শর্করা আর ইনসুলিন নিয়ে চিন্তা করে। এই ছিল আমার জীবন।’

নিক আরও লিখেছেন, ‘যে রোগটা দেখা যায় না, সেই রোগটার জন্য যুদ্ধটাও সব সময় চোখে পড়ে না। কিন্তু প্রতিনিয়ত আমাকে লড়তে হতো। আর টাইপ এ ডায়াবেটিস হলে মানুষ একাকিত্ব আর বিচ্ছিন্নতায় ভোগে। এ জন্যই আমি ২০১৫ সালে “বিয়ন্ড টাইপ এ” নামে একটি প্রতিষ্ঠান গড়ি। যাতে এই রোগে ভোগা মানুষদের না মনে হয়, যে তারা একা। আমরা সবাই সঙ্গে আছি। যাতে সবাই সবার সঙ্গে নিজেদের অনুভূতি শেয়ার করে পরামর্শ নেয়, আর ভালো বোধ করে।’

কিন্তু নভেম্বর মাসেই কেন নিক জোনাস এই পোস্টটি দিলেন? কারণ, নভেম্বর মাস বিশ্বজুড়ে ডায়াবেটিস সচেতনতামূলক মাস। এই রোগে আক্রান্ত হওয়ার পর ভক্তরা যেভাবে নিক জোনাসকে সমর্থন করেছেন, তাঁতে নিক আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে প্রিয়াংকা চোপড়ার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে, মুখে মাস্ক নিয়ে দিল্লির রাস্তায় শুটিংয়ের জন্য ঘুরছেন। এই ছবির ক্যাপশনে প্রিয়াংকা লিখেছেন, ‘দিল্লির এই অসহনীয় গরমে ভয়াবহ বায়ুদূষণের ভেতর কাজ করা ভয়ংকর চ্যালেঞ্জিং। বিশোধক আর মাস্ককে ধন্যবাদ। যাদের থাকার ঘরই নেই, তাদের না জানি কী অবস্থা! সবাই সুস্থ থাকুন।’

এই পোস্টে যারপরনাই খেপেছে একদল। তারা মন্তব্যে বলেছে, প্রিয়াংকা চোপড়া যদি সিগারেট খাওয়া ছেড়ে দেয়, তাহলে বাতাস আরও পরিষ্কার থাকবে। টিটকিরি করতেও ভোলেনি। লিখেছে, ‘দ্য ফেইক অ্যাজমা গার্ল’। আবার একদল লিখেছে, প্রিয়াংকার বিয়েতে যোধপুরে যে পরিমাণ পটকাবাজি ফোটানো হয়েছে, তাতেই তো বায়ু দূষিত হয়েছে। বুঝলেন তো, তারকা হওয়া সহজ কথা নয়।

এই বছরের জুনে মিয়ামি সমুদ্রসৈকতে জন্মদিন উদ্‌যাপন করতে দেখা যায় প্রিয়াংকা চোপড়াকে। সে সময় সঙ্গে ছিলেন মা মধু চোপড়া, স্বামী নিক জোনাস আর বোন পরিণীতি চোপড়া। আর সেই জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কার হাতে ‘শোভা’ পাচ্ছিল সিগারেট। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে চরম সমালোচনার ঝড় ওঠে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়