শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৯, ০৫:৫৮ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৯, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে মারা যাওয়ার আগে সাদেক হোসেন খোকার শেষ দিনগুলো

দেবদুলাল মুন্না : অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা মৃত্যুর আগে পর্যন্ত নিউইয়র্কে নির্বাসিত জীবনযাপন কালে নিভৃতেই থাকতেন। সঙ্গে ছিলেন সার্বক্ষণিক তার স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক, ছোট ছেলে ইশফাক হোসেন। পরে তার বড়ো ছেলে প্রকৌশলী ইশরাক যুক্তরাষ্ট্রে যান। নিউইয়র্ক সিটির বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কাছে এলমাস্টে একটা ভাড়া বাসায় অসুস্থ হওয়ার পর সপরিবারে থাকতেন তিনি। তার কিডনিতে ক্যান্সার ধরা পরার পর হাসপাতালে ভর্তির হওয়ার আগে বেশিরভাগ সময় বাসাতেই কাটাতেন। স্থানীয় কোনো অনুষ্ঠানে যেতেন না। এমনকি বিএনপির কোনো নেতাকর্মীর সঙ্গেও যোগাযোগ রাখতেন না। আগস্টে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনেও দাওয়াত পাওয়ার পরও যাননি । এসব তথ্য তার ছোট ছেলে ইশফাক হোসেন কয়েকদিন আগে কানাডাভিত্তিক অনলাইন টিভি এনআরবি নিউজকে জানান। ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের বিশ্বখ্যাত মেমোরিয়্যাল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তিন সপ্তাহ আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে খোকাকে ২৮ অক্টোবর তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এই হাসপাতালের চিকিৎসকদের অধীনে গত ৫ বছর ধরে সাদেক হোসেন খোকা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। এনআরবি নিউজকে এক সাক্ষাৎকারে সাদেক হোসেন খোকা গত ২ সেপ্টেম্বর বলেন, ‘ অষুধ খাচ্ছি। ১৭ সেপ্টেম্বর আবারও পরীক্ষা করা হবে। ১৮ সেপ্টেম্বর চিকিৎসকরা সর্বশেষ অবস্থা জানাবেন। এরপরই পরবর্তী পর্যায়ের চিকিৎসা শুরু হবে। এখন শুধু দেশের কথা মনে পড়ে। গোপিবাগের অলিগলি মনে পড়ে। পুরনো দিনে ফিরে যাই বারবার।’ বাবার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ইশরাক হোসেন গত শুক্রবার গণমাধ্যমকে জানান, অক্সিজেন দিয়ে তার বাবাকে বাঁচিয়ে রাখা হয়েছে। লোকজন এলে কাউকে কখনও কখনও তিনি চিনতে পারছেন। আবার মাঝে মাঝে কাউকেই চিনছেন না। গত কয়েক দিন থেকে তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। তারা খুবই বিভ্রান্তি ও হতাশার মধ্যে আছেন। কারণ আব্বু-আম্মু কারো পাসপোর্ট নেই। এখন কি করবেন বুঝতে পারছেন না। খোকার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী অন্তিম সময়ে তাঁকে দেশে নেওয়াও পরিবারের পক্ষে সম্ভব হয়নি। দেশে তার মৃতদেহ আনা হবে কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি। ২০১৪ সালে ১৪ মে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অবিভক্ত ঢাকা মহানগরের দায়িত্ব পালন করা মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়