শিরোনাম
◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বন্ধুদের সামনে মাদ্রাসাছাত্রের মাথা থেঁতলিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট : কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মো. শাকিল (১০) নামে মাদ্রাসার এক শিশু ছাত্রকে বন্ধুদের সামনে ইট দিয়ে থেঁতলিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় চিলমারী ইউনিয়নের পুটিমারী বহরের ভিটা গ্রামের আলহাজ্ মরহুম রজব উদ্দিন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা পাশের একটি চাতালে এ ঘটনা ঘটে। যুগান্তর

শাকিল উপজেলার হাটিথানা বাঁধরাস্তা সংলগ্ন আবদুল কাদেরের পূত্র। সে আলহাজ্ মরহুম রজব উদ্দিন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ঘাতক রেজাউল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে। এ ব্যাপারে চিলমারী মডেল থানায় বিকাল সাড়ে ৪টায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

চিলমারী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, নিহতের পিতা আবদুল কাদের বাদী হয়ে একজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রেজাউল একজন চিহ্নিত মাদকসেবী।

জানা গেছে, সোমবার সকালে শাকিল মাদ্রাসায় গিয়ে সহপাঠীদের সঙ্গে খেলছিল। এ সময় মাদ্রাসার পার্শ্ববর্তী মৃত ছামসুল হকের পূত্র রেজাউল ইসলাম সেখানে উঁকিঝুঁকি মারলে শাকিল তাকে ভিতরে আসতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল শাকিলকে ধরে মাদ্রাসার পাশে একটি চাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে শাকিলের দুই পা ধরে শূন্যে ঘোরাতে থাকে।

পরে শিশু শাকিলকে তাদের বন্ধুদের সামনে নির্মমভাবে ইটের ওপর মাথা রেখে আরেকটি ইট দিয়ে আঘাত করে মাথা থেঁতলিয়ে হত্যা করে। এ সময় নিহতের সহপাঠী পুটিমারী কাজলডাঙ্গা গ্রামের বিজু মিয়ার পুত্র জাহিদ (১০) ও একই গ্রামের আনারুল ইসলামের কন্যা সারা খাতুন (৯) আতঙ্কে চিৎকার করতে থাকে।

প্রতিবেশীরা এসে তাকে আটকানোর চেষ্টা করে। পরে গ্রামবাসী তাকে গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।

গুরুতর আহত শাকিলকে প্রথমে চিলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই দুপুরের দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার পরপর শিশু শাকিল হত্যার ঘটনায় অভিযুক্ত রেজাউল ইসলাকে গ্রেফতার করা হয়। নিহতের পিতা একজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়