শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৯, ০৪:৩৮ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৯, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের নির্বাচিত সরকারের প্রতি সমর্থনের কথা জানালো দেশটির সেনাবাহিনী

সাইফুর রহমান : ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে সাংবিধানিকভাবে নির্বাচিত উল্লেখ করে তারা এই সমর্থনের কথা জানায়। দেশটির রাজধানী ইসলামাবাদে হাজারো মানুষের সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন বক্তব্য এলো। শুক্রবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ‘আমরা আইন এবং সংবিধানে বিশ্বাস করি। কোনো দলকে নয়, আমরা সংবিধান এবং আইনসম্মতভাবে নির্বাচিত সরকারকে সমর্থন করি।’ ইয়ন,ইন্ডিয়া টুডে

প্রধানমন্ত্রী ইমরান ও তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশটির বিরোধী দলগুলো সম্মিলিত বিক্ষোভে নেমেছে। শুক্রবার এনিয়ে তারা সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেয়। ইমরানের পতন ঘটাতে গত বুধবার লাহোর থেকে শুরু হয় 'আজাদি মার্চ'। এর নেতৃত্বে ছিলেন দেশটির জামায়াতে উলামায়ে ইসলাম পার্টির প্রধান, মাওলানা ফজলুর রহমান। এতে যোগ দেয় পাকিস্তান পিপল'স পার্টি, আওয়ামী ন্যাশনাল পার্টিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার হাজারো জনতার এই সুবিশাল মিছিল রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়।

এসময় জেইউআই পার্টির প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, ‘নির্বাচনে কারচুপি করেই দেশের ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী। এখনই তার পদত্যাগ করা উচিত। অন্যথায় আমরাই তাকে উৎখাত করবো।’ তিনি আরো বলেন, ইমরান খানের সরকার সেনাবাহিনীর দয়ায় টিকে আছে। নির্ধরিত সময়ের মধ্যেই তাকে পদত্যাগ করতে হবে।’ এছাড়া, পাকিস্তান মুসলিম লীগের সভাপতি শেহবাজ শরিফ বলেন, ‘এই ভুয়া সরকারকে উৎখাতের সময় এসেছে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত আমরা ইমরান খানকে শান্তিতে থাকতে দেবো না।’
পাকিস্তানের পুলিশ জানায়, সরকার বিরোধী এই র‌্যালিতে ৩৫ হাজারের মতো মানুষ অংশ নেন। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়