শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৯, ১২:২৭ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৯, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন রক্ত পরীক্ষায় স্তন ক্যান্সারের লক্ষণ দেখা দেয়ার ৫ বছর আগেই তা জানা যাবে

রাশিদ রিয়াজ : ইউনিভার্সিটি অব নটিংহামের সেন্টার অব এক্সিলেন্সের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন রক্ত পরীক্ষার এ নতুন পদ্ধতিতে সফলতা পাওয়ায় তা চালু হবে ৪ বছরের মধ্যেই। কোনো লক্ষণ সম্পর্কে নারীর অভিজ্ঞতা হবার ৫ বছর আগে স্তন ক্যান্সারের পূর্বাভাস চিকিৎসকরা টের পাবেন। নারীর শরীরে এধরনের অসুস্থতার প্রাথমিকপর্যায়ে ক্যান্সার কোষগুলো রক্ত প্রভাবে ক্ষুদ্র ক্ষুদ্র রাসায়নিক নিৎসরণ শুরু করে এবং তা নতুন এ রক্ত পরীক্ষায় চিহ্নিত করা সম্ভব হয়েছে। ফলে ক্যান্সার হওয়ার আগেই রোগটির পূর্বলক্ষণ রোগীর বেঁচে থাকার সম্ভাবনাকে আরো ব্যাপকভাবে নিশ্চিত করবে। স্টার ইউকে

বিজ্ঞানীরা বলছে স্তন ক্যান্সারের প্রচলিত চিকিৎসায় ম্যামোগ্রামের চেয়ে নতুন এই রক্ত পরীক্ষাপদ্ধতি সাশ্রয়ী ও অধিক কার্যকর। পিএইচডি ছাত্রী দানিয়া আলফাত্তানি বলেন, এ পদ্ধতিতে স্তন ক্যান্সার অনেক আগেভাগেই চিহ্নিত করা সম্ভব হবে। সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমেই তা সম্ভব। ৯০ জন ক্যান্সার ও আরো ৯০ জন ক্যান্সারে আক্রান্ত নয় এমন নারীর রক্ত পরীক্ষার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানীরা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আরো ৮’শ ক্যান্সার রোগির রক্ত পরীক্ষা করছেন তারা। স্তন ছাড়াও অগ্নাশয়, অন্ত্র ও যকৃতের ক্যান্সারের ক্ষেত্রে রক্ত পরীক্ষা করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এসব পরীক্ষার ফলাফল গ্লাসগোতে ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে উপস্থাপন করা হয়েছে। এই ইনস্টিটিউটের প্রধান নির্বাহি ডা. আয়ান ফ্রেম বলেন, ক্যান্সারের প্রথম লক্ষণগুলোরও আগে নারীর শরীরে আক্রমনাত্মক উপায়গুলো নিয়ে আমরা চিকিৎসাচর্চায় ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়