শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব সদস্য পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৩

সুজন কৈরী : রাজধানীর খিলক্ষেতের তালেরটেক এলাকায় অভিযান চালিয়ে ভূয়া র‌্যাব সদস্য পরিচয়দানকারী ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃতরা হলো- মো. হারুন-অর রশীদ, আলম খান ও আব্দুর রহমান মেহেদী।

বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন বলেন, বুধবার ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১টি খেলনা পিস্তল, ৬টি র‌্যাব লেখা জ্যাকেট, ১টি ছুরি, ১টি বেতার যন্ত্র, ১টি হ্যান্ডকাপ, ৫০০পিস ইয়াবা ও ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ব্যাংক বা প্রতিষ্ঠানে আগত টাকা বহন বা উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করে। টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার তার পিছু নেয় চক্রের সদস্যরা এবং গাড়ি নিয়ে অনত্র অবস্থান করা চক্রের অন্য সদস্যদের টার্গেটকৃত ব্যক্তির গতিবিধির বিষয়ে জানায়। টার্গেটকৃত ব্যক্তি কোনো নির্জন স্থানে গেলে অথবা গাড়িতে উঠলে তাকে আটক করে র‌্যাব পরিচয়ে হায়েচ মাইক্রোতে উঠিয়ে অবৈধ অস্ত্র এবং মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা-পয়সা, মূল্যবান স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগীকে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়।

ডিবি কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ওই তিনজনের বিরুদ্ধে ক্ষিলখেত থানায় ২টি পৃথক মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হারুন-অর রশীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। আর আলম খানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়