শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৯, ০১:১৪ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৯, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর ইস্যুতে ভারত সমর্থক দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে, পাকিস্তানি মন্ত্রীর হুঁশিয়ারি

সাইফুর রহমান : মঙ্গলবার গন্ডাপুরে এক অনুষ্ঠানে ওই মন্তব্য করে কাশ্মীর ও গিলগিট বালতিস্তানের মন্ত্রী আলি আমিন বলেন, ‘কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন করছে এমন যে কোনো দেশ ইসলামাবাদের শত্রু হিসাবে বিবেচিত হবে, এবং পাকিস্তান সেই দেশগুলিকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়বে। কাশ্মীরের সঙ্গে ভারতের উত্তেজনা বাড়লে পাকিস্তান যুদ্ধে যেতে বাধ্য হবে। পাকিস্তানি সাংবাদিক নায়লা ইনায়েত ভিডিওটির একটি অংশ টুইট করেছেন যেখানে মন্ত্রীকে ওই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। এনডিটিভি, গালফ নিউজ, নিউজ১৮

কাশ্মীর ইস্যুতে পাক নেতার বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন পাকিস্তান বিষয়টি নিয়ে বিশ্বে রীতিমতো একঘরে হয়ে গেছে । এদিকে কাশ্মীর ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করে ভারতের প্রতি সমর্থন দিয়েছে সার্কভূক্ত দেশসহ আরব দেশগুলো। এই ইস্যুতে পাকিস্তান এতদিন আন্তর্জাতিক পরিমন্ডলে ভারতের প্রতি বিশোদগার করে এলেও এবার আর শুধু ভারত নয়, বরং মোদী সরকারের সিদ্ধান্তকে সমর্থন করা দেশগুলোকেও প্রকারান্তরে আক্রমণের হুমকি দিয়েছে দেশটি।

উল্লেখ্য, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তে শুরু থেকেই তীব্র আপত্তি জানায় পাকিস্তান। এর জেরে ইসলামাবাদ একতরফাভাবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কও হ্রাস করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়