শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান ১ বছরে সাড়ে তিন কোটি সাইবার হামলা নস্যাৎ করেছে’

রাশিদ রিয়াজ : ইরান গত এক বছরে প্রায় সাড়ে তিন কোটি সাইবার হামলা নস্যাৎ করেছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি(আইসিটি)মন্ত্রী জাওয়াদ আজারি জারোমি।

পাশাপাশি বিশ্বের সাইবার হুমকি বেড়ে যাওয়ার বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। কাতারের রাজধানী দোহায় মিউনিখ নিরাপত্তা সম্মেলন বা এমএসসি কোর গ্রুপের বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এমএসসি চেয়ারম্যান উলফগ্যাং ইসচিনজারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের আইসিটিমন্ত্রী বলেন, সাইবার হুমকি বর্তমানে মানুষের নিরাপত্তা এবং জীবন-যাপনের সঙ্গে জড়িত বিস্তৃত সেবা তৎপরতাকে বিপদগ্রস্ত করে দিয়েছে।

আন্তর্জাতিক সাইবার খাতের নিরাপত্তার প্রতি হুমকির কারণও ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, একক আধিপত্যকামী মনোভাব এবং নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আন্তর্জাতিক সাইবার খাতের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করা হয়েছে। বিশ্বের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানে বহুপক্ষীয় প্রক্রিয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

সাইবার হামলার শিকার ইরান এ বাবদ হুমকি দূর করতে আন্তর্জাতিক তৎপরতার ক্ষেত্রে কার্যকর ভূমিকা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। দোহার বৈঠকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী, বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। যোগদানকারীদের সংখ্যা ৬০ থেকে ৮০ জন হবে এদের মধ্যে

পারস্য উপসাগরীয় দেশগুলোসহ মধ্যপ্রাচ্যে এবং জার্মানি, ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা রয়েছেন।পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়