শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯, ০১:৩৩ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৯, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৩টি অভিযোগে শাস্তি পেলেন সাকিব

আক্তারুজ্জামান : সোমবার রাতে হঠাৎ সরগরম বাংলাদেশিদের ফেসবুক। ক্রিকেট থেকে নিষিদ্ধ হচ্ছেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়ে সেটা গোপন করায় নিষিদ্ধ হচ্ছেন তিনি। সেই সংবাদের নিশ্চয়তা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি সাকিবের দুই বছরের শাস্তির সংবাদ নিশ্চিত করেছে। এর মধ্যে অবশ্য আইসিসির দেয়া শর্ত পূরণ করতে পারলে নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর কমবে।

সাকিবের তার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেয়া হয়েছে। তিনটি অপরাধেই আইসিসির ২.৪.৪ ভঙ্গ করেছেন সাকিব। তার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগগুলো হলো-

১. ২০১৮ সালের আইপিএল এবং একই বছরের জানুয়ারিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আইসিসিকে না জানানো।

২. ওই ত্রিদেশীয় সিরিজে জুয়াড়ির কাছ থেকে দ্বিতীয় একটি অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও চুপ থাকা এবং সেটা আইসিসির সংশ্লিষ্ট দপ্তরকে না জানানো।

৩. ২০১৮ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কিংস এলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে ফিক্সারদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরও সেটা না জানানো।

এসব অভিযোগের পর আকসুর কাছে স্বীকার করেছেন সাকিব। তাই মঙ্গলবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়। ২০২০ সালের ২৯ অক্টোবর শাস্তির মেয়াদ শেষ হবে সাকিবের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়