শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯, ০৬:২৯ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৯, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশী উদ্যোক্তাকে নিয়ে নিউইর্য়ক টাইম ম্যাগাজিনের ফিচার

সাবিহা জামান : তৈরি পোশাক শিল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাত। উদ্দ্যোগতা মোস্তাফিজ উদ্দিনের উদ্যোগগুলো বিশ্ব মঞ্চে তৈরি পোশাক শিল্পেকে নতুন আকার দিতে সহায়তা করেছে। যার প্রমাণ বাংলাদেশি উদ্যোক্তা মোস্তাফিজকে নিয়ে নিউইর্য়ক টাইম ম্যাগাজিনের ফিচার। এ ফিচারে তৈরি পোশাক খাতের উন্নয়নে মোস্তাফিজের সাফল্য তুলে ধরেছে। ঢাকা টিব্রিউন

মোস্তাফিজ বর্তমানে ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও।

মোস্তাফিজ উদ্দিন টাইম ম্যাগাজিনে বলেন, বাংলাদেশের শ্রমশক্তির জন্য ব্যয়-প্রতিযোগিতা একটি প্রধান সমস্যা হয়ে দাড়ালেও এ শিল্পের অনেক সম্ভবনা রয়েছে। এই উদ্দ্যোগতা বলেন, বর্তমান সময়ের তরুণরা ব্যবসায়ী আগ্রহী নয় কারণ তাদের পরিবার ধনী নয়। আমি চাই যে তারা আমাকে দেখে বিশ্বাস করবে কঠোর পরিশ্রম করে এবং দৃঢ় সংকল্পবদ্ধ হলে কিছুই অসম্ভব নয়।

প্রতিবেদনে মোস্তাফিজের অতীতের লড়াইও উঠে আসে। খুব অল্প বয়সে বাবাকে হারিয়ে পড়াশোনার জন্য ভারতে চলে যান মোস্তাফিজ। প্রতিবেদনে বলা হয়, গত ছয় বছরে মোস্তাফিজের উদ্যোগ বিশ্ব মঞ্চে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পেকে নতুন ধারা দিতে সহায়তা করেছে।

"২০১৭ সালে বাংলাদেশ ইউরোপীয় বাজারে বৃহত্তম ডেনিম উৎপাদনকারী হিসাবে চীনকে ছাড়িয়ে যায়।," প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশের ৩০টি ডেনিম কারখানায় ১০০ কোটি ডলার বিনিয়োগের কারণে এটি সম্ভব হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়