শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর মৃতদেহকেই ফের বিয়ে করলেন যুবক

সানমুন নিশাত: ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর শেষ ইচ্ছা ছিল, তার মৃত্যুর পর সামাজিক রীতি রেওয়াজ মেনে ফের যেন তাকে বিয়ে করেন তার স্বামী। আর তাই স্ত্রীর মৃত্যুর ৭ দিন পর তার মৃতদেহকে ফের বিয়ে করলেন যুবক।- জি২৪

আইন মেনে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল। তখন বিয়ের সামাজিক রীতি রেওয়াজ মানা হয়নি। রেজিস্ট্রির পর স্ত্রীর ক্যান্সার ধরা পরায় সামাজিক রীতি রেওয়াজ মেনে বিয়ে করার সুযোগ হয়নি দম্পতির। গত ৬ অক্টোবর কোমায় চলে যান স্ত্রী। তার সাত দিনের মধ্যেই মৃত্যু হয় তার।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে পূর্ব চিনের ডালিয়াং অঞ্চলে। চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত তরুণীর নাম ইয়াং লু। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৫ বছর। ওই তরুণীর স্বামীর নাম শু শিনান।

শু শিনান হাইস্কুলে ইয়াং লুর সহপাঠী ছিলেন। ২০০৭ সালে শুরু হয় দু’জনের প্রেমপর্ব। ২০১৩ সালে দু’জনে রেজিস্ট্রি করে বিয়ে করেন। আর এর পরই স্তন ক্যান্সার ধরা পড়ে ইয়াং লুর। শুরু হয় চিকিত্সা, কেমোথেরাপি। বছর চারের মধ্যে সাময়িক ভাবে সেরে ওঠেন ইয়াং লু। কিছু বছর খানেকের মধ্যেই শরীরে ফিরে আসে ক্যান্সার। শেষ বছর ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ইয়াং লু। কিন্তু এ বার শেষ রক্ষা হল না। লু নিজে বুঝে গেছিলো, এবার সুস্থ হয়ে ওঠা হবে না। তাই স্বামীর কাছে নিজের শেষ ইচ্ছা হিসাবে এই অদ্ভুত আবদার করেছিলেন।

এই ঘটনা আর ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। এই ঘটনার সঙ্গে আবেগে জড়িয়েছেন হাজার হাজার মানুষ। তবে এ বিষয়ে নিজে কিছু বলেননি শু শিনান। যেটুকু জানা গেছে, সবটাই শিনানের পরিজনরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়