শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংকট নিরসনে এফবিসিসিআইর সহযোগিতা চায় নোয়াব

সাবিহা জামান: আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার সংবাদপত্রের বিকাশ ও সংকট কাটাতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহযোগিতা চেয়েছে নিউজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম এবং শীর্ষ বাণিজ্য সংস্থার অন্য নেতাদের সাথে আলোচনায় এ আহ্বান জানান নোয়াব নেতারা।

বর্তমানে পত্রিকা জগৎ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলেন, নোয়াবের সভাপতি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সংবাদপত্র সেবা শিল্প হওয়া সত্ত্বেও ৩৫ শতাংশ বাণিজ্যিক শুল্ক দিতে হয়, যেটি পত্রিকা বিকাশের অন্যতম বাধা। ফলস্বরূপ, পত্রিকা শিল্পকে টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। অনেক সংবাদ ভর্তুকির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

এফবিসিসিআই ও নোয়াব উভয় পক্ষ সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড নিয়েও কথা বলেন। নোয়াব সভাপতি বলেন, নতুন ওয়েজবোর্ড সংবাদপত্রগলো চাপের মুখে রয়েছে।

সংবাদপত্রের বিকাশ ও বাণিজ্যিক শুল্ক ১০ শতাংশে কমিয়ে আনার ক্ষেত্রে সরকারের কাছে সুপারিশের আহ্বান করেন নোয়াব সভাপতি। নোয়াব নেতারা আশা করেন সরকার সংবাদমাধ্যমকে শিল্প তাদের বন্ধু হিসাবে বিবেচনা করবে।

শেখ ফজলে ফাহিম বলেন, কোন সংবাদপত্রের মালিকদের সাথে সরকারের ব্যক্তিগত দূরত্ব থাকলে এফবিসিসিআইয়ের কিছু করার নেই। নোয়াব নেতাদের সহযোগিতার আশ^াস দিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি।

আলোচনায় উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, হাসিনা নেওয়াজ ও দিলীপ কুমার আগারওয়ালা, পরিচালক মোঃ মুনির হোসেন, ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সহ আরো অনেকে।  ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়