শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় তোরসা নয়, লন্ডন যাবেন মিয়ামি

আসিফ কাজল : সম্প্রতি সোনারগাঁও হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। জমকালো এ আয়োজনে রাফাহ নানজিবা তোরসার নাম ঘোষণা করা হয়। আগামী ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নিবেন রাফাহ নানজিবা তোরসা এমটাই জানিয়েছিলেন আয়োজকরা। তবে ভিসা জটিলতার কারণে যেতে পারছেন না তিনি। প্রথম রানার আপ ফাতিহা মিয়ামিকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

গত ১৪ অক্টোবর গুলশানের পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান অমিকম এন্টারটেইনমেন্ট বিষয়টি নিশ্চিত করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, তোরসার ভিসা জটিলতার কারণে প্রথম রানার আপকে লন্ডনে পাঠানো হবে।

গত ৫ সেপ্টম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে মিস ওয়াল্ড বাংলাদেশ নির্বাচনের এই আয়োজন। এবছর মিস ওয়াল্ড বাংলাদেশ অডিশনে ৩৭ হাজার ২৪৩জন সুন্দরী অংশগ্রহণ করেন। সেখান থেকে অডিশনের জন্য ডাক পান মাত্র ৩০০জন।

তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবাষীস বিশ্বাস, লুনা, সুমনা সোমা ও রফিকুল ইসলাম। সেখান থেকে ৩৫ জন সুন্দরীকে বাছাই করে শুরু হয় প্রতিযোগিতার মূল আয়োজন। মূল পর্বে বিচারক ছিলেন, চিত্র নায়িকা মৌসুমী, চিত্র নায়ক ফেরদৌস ও সৌন্দর্য্য বিশেষজ্ঞ ফারনাজ আলম। এর আগে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট পড়েন জেসিয়া ইসলাম। ২০১৮ সালে বিজয়ী হয়েছিলেন জান্নাতুল ফেরদৌসী ঐশী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়