শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ অক্টোবর ভারত সফরের দল ঘোষণা করবে বিসিবি

আক্তারুজ্জামান : নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সাকিব আল হাসানরা। ভিন্ন দুটি সিরিজের জন্য আলাদা স্কোয়াড দেয়া হবে বলেও নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। খবর : সময় টিভি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোসকে চ্যাম্পিয়ন করে বুধবার দেশে ফিরবেন অধিনায়ক সাকিব আল হাসান। দুয়েকদিনের মধ্যে ছুটি শেষে ঢাকায় ফিরবেন দুই কোচ রাসেল ডোমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট। গতানুগতিকভাবে সিরিজের পূর্বে ক্রিকেট নির্বাচক ও অপারেশন্স মিলে চূড়ান্ত করা হবে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের দল।

সুমন বলেন, ‘টি-টোয়েন্টি ও টেস্ট দলে কাদের রাখা হবে, সেই বিষয়গুলো আলোচনা করে দল ঘোষণা করা হবে। যেহেতু ৩০ অক্টোবর দল ভারতে রওনা দিবে, সেই হিসেবে আমাদের হাতে বেশিদিন সময় নেই। আশা করি ২০ তারিখের মধ্যে দল ঘোষণা করতে পারবো।’
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এক ম্যাচ হাতে রেখে টেস্ট সিরিজ জিতেছে কোহলির দল।

বিশাখাপত্তমে ও পুনের উইকেট অনেকটাই স্পিনার নির্ভর। দুই টেস্টের সবগুলো ইনিংসে অলআউট হওয়ায় দক্ষিণ আফ্রিকার ৪০ উইকেটের মধ্যে ২৪ উইকেট শিকার করে স্পিনাররা। বাংলাদেশের স্পিন শক্তির ব্যাপারটি মাথায় রেখে ভিন্ন কৌশল আটছে টিম ইন্ডিয়া।

বাশার আরো বলেন, ‘আমার মনে হয় না ভারত স্পিন তৈরি করবে না। তারা আমাদের বিপক্ষে পেস আক্রমণ সাজাবে।’ ৩ নভেম্বর দিল্লিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। ১৪ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট এবং ২২ নভেম্বর শেষ টেস্ট খেলবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়