শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় দেশীয় বন্দুক ও ৪ শত বোতল ফেনসিডিলসহ আটক ৩

এম এ হালিম, সাভার: আশুলিয়া মাদকের চালান অন্যত্র নিয়ে যাওয়ার সময় ২টি দেশীয় বন্দুক ও ৪০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১। এ সময় মাদক বহনে ব্যবহৃত লাল রংয়ের ( চট্টগ্রাম মেট্রো- ক-১১-০২২) ১টি প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

সোমবার দুপুরের দিকে র‌্যাব-১ এর একটি দল আশুলিয়ার গৌরীপুরের এলাকা থেকে তাদেরকে আটক করেন। প্রাইভেটকারের পেছনে পাটের দুটি বস্তার মুখ বাধা অবস্থায় চার'শ বোতল ফেনসিডিল জব্দ করেন। এসময় প্রাইভেটকার চালক মো. সুমন (৩০) , কামরুজ্জামান রাসেল (৩১) ও মো. আসাদুজ্জামান ওরফে আসাদ (২৬) আটক করে।

তাদের বহনকারী প্রাইভেট কারটির সিটের ভেতরে রাখা দুইটি দেশীয় বন্দুক উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ও মাদক ব্যবসার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানান।

র‌্যাবের অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান,দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল নিয়ে আসে। পরে তা বিভিন্ন পণ্যবাহী পরিবহন ও প্রাইভেটকারে করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে।

আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্র জানান। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়