শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আছেন আবরারের পরিবার

আসিফ কাজল : আবরার ফাহাদ হত্যা মামলার কার্যক্রমে সহায়তা, আদালতে মামলার কাজ ও বুয়েটে যাওয়ার কথা থাকায় ঢাকায় অবস্থান করছেন আবরার ফাহাদের পরিবার। এছাড়াও আবরারের ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজের ছাত্র হওয়ায় খোঁজ খবর নিতে সেখানেও যাবেন তারা।

আবরার ফহাদের পারিবারিক সূত্র জানায়, গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কুষ্টিয়া ছাড়েন তারা। সাক্ষাতের সময় তাদের সঙ্গে ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। পরে আবরারের বাবা ও তার মা রোকেয়া বেগম ও ছোট ভাই আবরার ফায়াজ তার মামা আবদুল কাদের এর রামপুরার বাসায় থাকছেন।

আবরারের মামাতো ভাই আবু তালহা বলেন, বেশ কিছুদিন আবরারের পরিবার ঢাকায় থাকবেন। আদালতে আইনজীবি ও পলিশের সঙ্গেও তাদের আলোচনা রয়েছে। শেষে আন্দোলনকারী শিক্ষার্থী ও বুয়েট প্রশাসনের সঙ্গে দেখা করবেন তারা।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে গত ১২ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। যার মধ্যে মামলার খরচ ও আবরারের পরিবারকে আর্থিক সাহায্য দেয়ার কথাও রয়েছে। কিন্তু তিনদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বুয়েট প্রশাসন কোনো আর্থিক সহযোগিতা করেননি।

হত্যা মামলার বাদি আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ। তিনি বেসরকারি এনজিও ব্রাকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আবরার এর পরিবার অভিযোগ করেন, আমরা আর্থিক সহযোগিতা চাই না। আমার ছেলে হত্যার বিচার চাই। কিন্তু তারা ( বুয়েট প্রশাসন ) আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়