শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে চারবার পরীক্ষা দিয়ে বিপ টেস্ট পাস করলেন ইয়াসির

নিজস্ব প্রতিবেদক : চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে হলে বিপ টেস্টে পাস করতে হবে। ক্রিকেটারদের জন্য এমন নিয়ম বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টেস্টে প্রথম তিন দফায় পরীক্ষা দিযে পাস করতে পারেনিঅ ইয়াসির আলী রাব্বি। ধৈর্য না হারিয়ে অবশেষে চর্তুথদফায় পাস করলেন তিনি।

এনসিএলে খেলার জন্য বিপ টেস্টে যে বেঞ্চমার্ক বেঁধে দিয়েছে বিসিবি। তৃতীয় প্রচেষ্টায় অল্পের জন্য তা স্পর্শ করতে পারেননি ইয়াসির। ফলে জাতীয় লিগের প্রথম রাউন্ডে ছিলেন দর্শক হয়ে।

সর্বশেষ বিপ টেস্টে ইয়াসিরের নম্বর ছিলো ১০.৮, বেঞ্চমার্ক ১১ এর চেয়ে একটু কম। সোমবার (১৪ অক্টোবর) ইয়াসির আবারো দিয়েছেন বিপ টেস্ট, যার ফলাফল তাকে এনসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ করে দিয়েছে। বিকালের বিপ টেস্টে তিনি স্কোর তুলেছেন ১১.১।

বিপ টেস্ট উৎরানোয় এবার চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন ইয়াসির, যে দলের হয়ে তিনি আগেও এনসিএলের মাঠ মাতিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। এই দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের নিয়মিত সদস্য মুমিনুল হক। এছাড়া দ্বিতীয় রাউন্ডে খেলবেন তামিম ইকবালের মতো তারকাও।

বিপ টেস্ট উৎরাতে বেশ ধকল পোহাতে হলেও ফিটনেস নিয়ে বোর্ডের উদ্যোগকে স্বাগতই জানাচ্ছেন ইয়াসির। ফিটনেস নিয়ে কড়াকড়ির কারণে নিজে একটি রাউন্ডের খেলা হাতছাড়া করলেও মোটেও নিরাশ হননি তিনি। বিপ টেস্টের বেঞ্চমার্ক বেঁধে দেয়ার বিষয়টির প্রশংসা করে সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘এটা খুবই ভালো সিদ্ধান্ত। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই যদি আন্তর্জাতিক মানের ফিটনেস নিয়ে সতর্ক থাকি তাহলে ভালো হবে। ফিটনেস বেড়ে যাবে, ক্রিকেটের মানও আরও বেড়ে যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়