শিরোনাম

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ০৬:৫২ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরার হত্যার বিচারে আন্দোলনে নেই শিক্ষার্থীরা, বিকাল ৫টায় সংবাদ সম্মেলন

আসিফ কাজল : বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষার কারণে গত ১৩ ও ১৪ অক্টোবর দুদিন আন্দোলন শিথীল করেছিল আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার আবরার হত্যার বিচার ও ১০ দফা দাবিতে পুনরায় আন্দোলনের ঘোষণা দিলেও সড়কে নেই বুয়েট আন্দোলনলারী শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে অবস্থানকারী শিক্ষার্থীরা জানায়, বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে কর্মসূচির বিস্তারিত জানাবে তারা।

এদিকে বুয়েট ক্যাম্পাসে সরেজমীনে শিক্ষার্থীদের কোনো মুভমেন্ট দেখা যায়নি। আগে পলাশী- চানখারপুর সড়ক অবরোধ থাকলেও আজ তা খুলে দেয়া হয়েছে। ক্যাম্পাস এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসের মূল দুটি প্রবেশ পথে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

এদিকে বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণার পরে ক্যাফেতে ছাত্রলীগের লগো মুছে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সর্বশেষ শিক্ষার্থীরা কর্মসূচিকে ঘিরে নিজেদের মধ্যে আলোচনা করছেন। সম্পাদনা : মুসবা

  • সর্বশেষ
  • জনপ্রিয়