শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

মহসীন কবির : দেশের ৩ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৬ জন নিহত হয়েছেন। খুলনা, হবিগঞ্জ ও লক্ষ্মীপুরে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের কাছ থেকে পাইপ গানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

খুলনা : খুলনা জেলার কয়রা উপজেলা সংলগ্ন সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর প্রধান আমিনুল ও তার সেকেন্ড ইন কমান্ড রফিকসহ ৪ সদস্য নিহত হয়েছেন। এঘটনায় ২ র‌্যাব সদস্য আহত হয়েছেন। অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। র‌্যাব-৬’র অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ সকাল ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পুরাসুন্ধা বাঁশ বাগান এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী (৪০) নামের একজন নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় হবিগঞ্জ ডিবি পুলিশের দুই এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাইপ গানসহ দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। কুদরত আলীর বিরুদ্ধে হবিগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। তিনি হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। কুদরত হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়কালে ইলিয়াস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পুলিশ জেলা সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত ইলিয়াস উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের নুরুল আমিনের ছেলে। পুলিশ জানায়, রাতে বকুলতলা এলাকায় গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে ‘দু’সন্ত্রাসী বাহিনীর গুলিবিনিময়কালে’ ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ২ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : সময়, ৭১ টিভি ও বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়