শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর ৭০০ গোলের মাইলফলকের ম্যাচে হারলো পর্তুগাল

শিউলী আক্তার : উয়েফা ইউরো বাছাইপর্বে সোমবার রাতে ইউক্রেনের কাছে ১-২ গোলে হেরেছে পর্তুগাল। ইউক্রেনের উৎসবের রাতে ফিকে হয়ে গেছে রোনালদোর দারুণ অসাধারণ এক কীর্তি গড়ার আনন্দ। ব্যবধান কমানো গোলটি দিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ম্যাচ শুরুর ৭০ সেকেন্ডের মাথায় প্রথম আক্রমণেই পর্তুগালের রক্ষণে ভীতি ছড়ায় ইউক্রেন। যদিও জালে গোল জড়াতে পারেনি তারা। কিন্তু ম্যাচের ৬ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পেয়ে যায় ইউক্রেন। কর্নারে শেরি ক্রিস্টোভের হেড ঝাঁপিয়ে ঠেকিয়েছিলেন গোলরক্ষক রুই পাত্রিসিও, তবে বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন ইয়ারেমচুক।

ম্যাচের ২৭ মিনিটে ব্যবধঅন দ্বিগুণ করে ইউক্রেন। বাঁ দিক থেকে মাইলেঙ্কোর দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে ঠিকানা খুঁজে নেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ফরোয়ার্ড আন্দ্রি ইয়ারমোলেঙ্কো।

প্রথমার্ধে ব্যবধান কমাতে পারেনি পর্তুগিজরা। অবশেষে ৭২তম মিনিটে লড়াইয়ে ফেরা গোলের দেখা পায় পর্তুগাল। প্রতিপক্ষের একটি আক্রমণ ডি-বক্সে তারাস স্তেপানেঙ্কো স্লাইড করে ঠেকাতে গেলে বল তার হাতে লাগে। ফলে পেনাল্টি পায় পর্তুগাল। এই পেনাল্টি পেয়ে বুলেট গতির স্পট কিকে ব্যবধান কমান রোনালদো। এরই সঙ্গে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন জুভেন্টাসের এই খেলোয়াড়।

যোগ করা সময়ে পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগ তৈরি করেছিলো পর্তুগাল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় পর্তুগালকে।

সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে শীর্ষস্থান নিশ্চিত করা ইউক্রেনের পয়েন্ট ১৯। এক ম্যাচ কম খেলা পর্তুগাল ৮ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়