শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বিপিএল স্পেশাল এডিশন, বললেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইউনুস

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর আয়োজন নিয়ে বেশ জলঘোলা হচ্ছে। এবার ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণ ছাড়াই বোর্ডের ব্যবস্থাপনায় থাকছে অংশগ্রহণকারী সাতটি দলের প্রতিটি। তবে স্পন্সর হিসেবে দলগুলোর সাথে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করার সুযোগ পাচ্ছে। সূত্র : বিডিক্রিকটাইম

যদিও বিপিএল আয়োজন নিয়ে ধোঁয়াশা কাটছেই না। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের মতে, এই আসর আয়োজনে এবার ‘সময়ক্ষেপণ’ করছে বিসিবি, আর সেটি বিগত ৬টি আসরের চেয়ে ভিন্নভাবে আসর আয়োজন করতে গিয়ে সৃষ্টি হওয়া জটিলতার কারণেই। দলগুলোর ব্যবস্থাপনার বিষয়ে বেশ কিছু পরিবর্তন আনায় টুর্নামেন্ট কতটা গোছানো থাকবে সেই প্রশ্নও উঠছে।

তবে এবারের আসরকে ‘বিশেষ সংস্করণ’ হিসেবে আখ্যা দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি, নির্ধারিত সময়েই আসর আয়োজনের পরিকল্পনা নিয়েই বোর্ড এগোচ্ছে এবং এবার ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে নিজেদের ব্যবস্থাপনায় দল সাজালেও আগামী আসর থেকে ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণও নিশ্চিতভাবে থাকছে।

বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের জানান, ‘তারা (ফ্র্যাঞ্চাইজিরা) সবাই জানে এটা একটা স্পেশাল এডিশন (বিশেষ সংস্করণ) হচ্ছে। আগামী বছর তারা আবারো ফেরত আসবে। এটা সবাই জানে। তাই বলা হয়েছে যারা নতুন আসছে তারা শুধু এক বছরের জন্যই স্পন্সর পার্টনার হচ্ছে। আশা করি আগামী বছর থেকে ফ্র্যাঞ্চাইজিরা ব্যাক করবেন।’

তিনি আরো বলেন, ‘এটা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। আমাদের জাতির পিতার নামে উৎসর্গ করা হচ্ছে। বিশেষ সংস্করণ হিসেবে এখানে লাভ না হলেও ক্ষতি হবে না আশা করি। যেহেতু স্পন্সর-পার্টনাররাও একটা বিনিয়োগ এখানে করবে।’

অক্টোবরের মধ্যেই দল সাজানো চূড়ান্ত হবে জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘৬ ডিসেম্বরই টার্গেট আছে। আমরা এখনো এমন চিন্তা-ভাবনা করিনি যে পেছাবে। আশা করছি এই মাসের মধ্যেই আমরা সাতটা দল চূড়ান্ত করে ফেলব। আলাপ-আলোচনা চলছে। এমন না যে হচ্ছে না বা পাচ্ছি না। আমাদের হাতেই আছে। শীঘ্রই চূড়ান্ত করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়