শিরোনাম

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ০১:০০ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ৮ মাসের মধ্যে সর্বোচ্চ খুচরো জিনিসপত্রের দাম, অস্বস্তিতে কেন্দ্র

রাশিদ রিয়াজ : এত নেতিবাচক পরিসংখ্যানের মধ্যেও স্বস্তির কথা এই যে, মধ্যম মেয়াদি মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ৪ শতাংশ বেঁধে দিয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। আপাতত তার মধ্যেই ঘোরাফেরা করছে খুচরো মুদ্রাস্ফীতি। গত সেপ্টেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৯৯ শতাংশ, যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগের মাসে এর হার ছিল ৩.২৮ শতাংশ। গত মাসে খাদ্য পণ্যের দাম দ্বিগুণ বাড়ায় সামগ্রিক খুচরো মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে।

প্রবল মন্দার ধাক্কায় এই মুহূর্তে টালমাটাল ভারতীয় অর্থনীতি। এর মধ্যে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে চড়চড়িয়ে বাড়ছে খুচরো পণ্যের জিনিসপত্রের দাম। অর্থনীতিকে চাঙ্গা করতে অক্টোবরের প্রথম সপ্তাহে ২৫ বেসিস পয়েন্ট ভিত্তিতে রেপো রেট কমিয়েছে আরবিআই। নয়া রেপো রেট কমে দাঁড়িয়ে ৫.১৫ শতাংশ। এই নিয়ে টানা ৫ বার রেপো রেট কমায় দেশের কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, রিভার্স রেপো রেট রাখা হয়েছে ৪.৯০%। পরে সংবাদমাধ্যমকে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানান, 'বৃদ্ধিকে পুনরুজ্জীবিত করার জন্য যতদিন প্রয়োজন, ততদিন এই অ্যাকোমোডেটিভ স্টান্স বজায় রাখবে রিজার্ভ ব্যাংক।' চলতি আর্থিক বছরের দ্বিতীয়ার্ধে মুদ্রাস্ফীতি ৩.৫ শতাংশ থেকে ৩.৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে আবিআই তার পূর্বাভাসে জানিয়েছে।

সোমবার কেন্দ্রের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ভারতে পাইকারি মুদ্রাস্ফীতি সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ০.৩৩ শতাংশ। তার আগের মাসে এটি ছিল ১.০৮ শতাংশ। চলতি অর্থনৈতিক মন্দার নিরিখে এই পরিসংখ্যান আশাপ্রদ নয় বলে মনে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়