শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় মুক্তিযোদ্ধার কবরের ওপর বড় ছেলে তৈরি করছিল শৌচাগার, ছোট ছেলের চেষ্টা ভেঙ্গে দিল প্রশাসন

রাশিদ রিয়াজ : বগুড়ার শাজাহানপুর উপজেলার বারুনিঘাটা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সেনাবহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুস সাত্তার খান ২ বছর আগে মারা যান। বাড়ির পাশে তাকে কবর দেওয়া হয়। অভিযোগ, সোমবার কবরের উপরে শৌচাগার তৈরি শুরু করেছিল মরহুম মুক্তিযোদ্ধার বড় ছেলে আব্দুর রউফ।অভিযুক্ত ব্যক্তি বগুড়া কাস্টমস বিভাগের ইন্সপেক্টর পদে কর্মরত। খবর পেয়ে সেই কাজ বন্ধ করে দিল প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বারুনিঘাটা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সেনাবহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুস সাত্তার খান ২ বছর আগে প্রয়াত হন। বাড়ির পাশে তাঁকে কবর দেওয়া হয়। অভিযোগ, সোমবার কবরের উপরে শৌচাগার তৈরি শুরু করেছিল প্রয়াত মুক্তিযোদ্ধার বড় ছেলে আব্দুর রউফ।অভিযুক্ত ব্যক্তি বগুড়া কাস্টমস বিভাগের ইন্সপেক্টর পদে কর্মরত।

এই প্রসঙ্গে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা বিষয়টি মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনকে জানান। পরে প্রশাসনিক আধিকারিকরা গিয়ে শৌচাগার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরে শৌচাগারটি ভেঙে দেওয়া হয়েছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুর রউফ। কবরের জায়গা দখল করে তিনি কিছু করেননি বলে পালটা দাবি করেছেন তিনি। এদিকে, ভায়ের এই কাজের নিন্দা করেছেন প্রয়াত আব্দুস সাত্তার খানের অপর ছেলে আসাদ খান। এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়