শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় অর্থনীতির অবস্থা বেশ খারাপ বললেন নোবেলজয়ী অভিজিৎ

ডেস্ক রিপোর্ট : এই মুহূর্তে ভারতীয় অর্থনীতির অবস্থা বেশ খারাপ বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।দেশ রূপান্তর

এই পরিস্থিতি মোকাবিলায় পরামর্শ দিয়ে তিনি বলেছেন, দ্রুত চাহিদা বাড়ানো দরকার। গরিবের হাতে টাকার যোগান দরকার।

ম্যাসাচুসেটসে এমআইটি-র সাংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এই বছর নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘদিনের গবেষণায় বিশ্ব দারিদ্র দূরীকরণে দিশার খোঁজ করেছেন অভিজিৎ। সেই গবেষণার স্বীকৃতিতেই নোবেল পাচ্ছেন তিনি। মন্দার প্রভাবে ভুগছে বিশ্বের বহু দেশ। বিশ্বজুড়ে মন্দার প্রভাব সবচেয়ে বেশি ভারতে। গত ছয় বছরের মধ্যে সবচেয়ে ধীর গতিতে এগোচ্ছে ভারতের আর্থিক বৃদ্ধি।

ভারতীয় অর্থনীতির অবস্থা যে খারাপ সেটি প্রকাশ্যেই বলে দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ। তার মতে, ‌‘ভারতের অর্থনীতির অবস্থা বেশ খারাপ। বর্তমান বৃদ্ধির যা হার তাতে ভবিষ্যত্ নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। গত পাঁচ-ছয় বছরে আমরা ভারতীয় অর্থনীতিতে কিছুটা হলেও বৃদ্ধি দেখেছি। কিন্তু বর্তমানে সেই নিশ্চয়তা নেই’।

তিনি আরো বলেন, ‌‘এখনকার মতো এই যে আমাদের মানিটারি পলিসি আছে। যেখানে চার পারসেন্ট কিংবা সাড়ে তিন পারসেন্টের বেশি ডেফিসিট হবে না। এই সব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এখনই ইকোনমিতে খানিকটা আরও পয়সা আনতে হবে। গরিবের হাতে পয়সা দিতে হবে। বড় লোকের হাতে পয়সা দেওয়া নয়। গরিবের হাতে আরও বেশি টাকা আনতে হবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়