শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবির গুলি: বান্দরবানের ঘুমধুমে নিহত ২

মাজহারুল ইসলাম : পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে কেন্দ্র দখলের ঘটনায় বিজিবির গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দুই হয়েছে। এর আগে সোমবার বিকেলে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকার মৃত চৈমেরাউন চাকমার ছেলে মংকিচা তঞ্চঙ্গ্যা (৪৫) এবং একই এলাকার অংচামং তঞ্চঙ্গ্যা (৩৪)। দেশরূপান্তর

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার এমদাদুল্লাহ ও মো. উসমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিলো। এর মধ্যে বাইরে অশান্ত পরিস্থিতি শুরু হলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত করার জন্য বিজিবি চেষ্টা করলে তারা বিজিবির ওপর হামলার চেষ্টা করে। ওই সময় বিজিবি আত্মরক্ষার্থে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ইমন কান্তি চৌধুরী বলেন, নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত হয়েছেন। একজনের লাশ ঘুমধুম পুলিশ ফাঁড়িতে এবং অপরজনের লাশ কক্সবাজার সদর হাসপাতাল র্মগে রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা বিবাদে জড়িয়ে পড়ে। তখন বিজিবি গুলি ছুড়লে একজন নিহত ও একজন আহত হন। এরা ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ আলীর সমর্থক। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ জানান, কেন্দ্রের বাইরে কিছু ভোটার বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়