শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৬ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মাসেই আবারও ভারত থেকে পেঁয়াজ রপ্তানি শুরু করবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, অক্টোবরের শেষ সপ্তাহেই ভারত পুনরায় পেঁয়াজ রপ্তানি শুরু করবে। আর এতে করে বাংলাদেশে পেঁয়াজ নিয়ে তৈরি হওয়া সংকট একেবারেই কমে যাবে বলে দাবি করেন তিনি। এই সংকটকালীন সময়ে পেঁয়াজের বাজার অস্থির করতে যেসব ব্যবসায়ী কারসাজি করছে তাদের তালিকা তৈরি করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।মন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে এরই মধ্যে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে। ভারত আশ্বস্থ করেছে অক্টোবরের শেষ দিকে তারা ফের রফতানি শুরু করবে।

সোমবার সচিবালয়ে আবারও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ ইস্যুতে এখন শক্ত অবস্থানে যাওয়ার সময় এসেছে। কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই এর দাম বাড়ার কথা নয়। তাদের ঘোষণার পাঁচ/ছয়দিন পর বাজারে পেঁয়াজের ঘাটতি হওয়ার কথা এবং দাম বাড়ার কথা। কিন্তু দেখা গেছে ভারতের রপ্তানি বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাই আমি মনে করি এক্ষেত্রে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার বিষয়টিকে পুঁজি করেছে। তাই আমাদের দেশে যা স্টক ছিলো সেটা কাজে না লাগিয়ে জনগণকে জিম্মি করে বাড়তি দাম আদায় করেছে।

এসময় মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের পেঁয়াজের বাজার এবং স্টক কতটুকু কোথায় কিভাবে আছে সেটা দেখার জন্য দশটি কমিটি করে দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি জানতে কমিটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে মিয়ানমারের মনস্তাত্ত্বিক দূরত্বের পর তাদের কাছ থেকে পেঁয়াজ নেওযায় দেশটির কাছে আমাদের অবস্থান কোন গিয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা ঠিক নয়। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমস্যা থাকলেও আগে থেকেই তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়