শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৯, ১০:২৩ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৯, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ জেলা পরিষদে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীনা নাসরীন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শারমীনা নাসরীন (উপ-সচিব) যোগদান করেছেন। গত সোমবার (৭ অক্টোবর ২০১৯) সদ্য বিদায়ী বনানী বিশ্বাস এর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এসময় ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও পরিষদের সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।

শারমীনা নাসরীন ২১তম প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি রংপুর জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ও মন্ত্রণালয় পর্যায়ে অর্থমন্ত্রণালয়, ইআরডি ও প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আফ্রিকা মহাদেশের কেনিয়ায় শিক্ষা বিষয়ক একটি এনজিওতে কাজ করেন।

শারমীনা নাসরীন ফরিদপুর সরকারি স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক এবং জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয় থেকে জাপান সরকারের অর্থায়নে জাইকা জেডিএস স্কলারশিপে জনপ্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন।

পারিবারিক জীবনে তিনি ২ পুত্র সন্তানের জননী। স্বামী আমিনুল ইসলাম জাতিসংঘের অধীনে আফ্রিকায় দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ জেলা পরিষদকে আরো বেশি জনবান্ধব ও স্বচ্ছ সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার অঙ্গিকার নিয়ে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়