শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৯, ০৭:১৮ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৯, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণখোলায় তিনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আবু নাঈম, শরনখোলা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাগেরহাটের শরণখোলার তিনটিসহ উপকূলীয় ১৭টি উপজেলার মোট ১০০টি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেছেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রসমন দিবসের এই দিনে রোববার সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আশ্রয়কেন্দ্রগুলো উপকূলবাসীকে উপহার দেন প্রধানমন্ত্রী।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে একেকটি আশ্রয়কেন্দ্র নির্মাণে দুই কোটি আট লাখ টাকা ব্যয় হয়েছে।

বহুমূখী এ আশ্রয়কেন্দ্রগুলো প্রতিবন্ধীবান্ধব। এছাড়াও উন্নত স্যানিটেশন, বৃষ্টির পানি সংরক্ষণসহ সোলার ও বিদ্যুৎ সুবিধা রয়েছে এতে।

শরণখোলায় নির্মিত আশ্রয়কেন্দ্র তিনটি হচ্ছে, উপজেলা সদরের শরণখোলা মহিলা দাখিল মা্দ্রাসা বহুমূখী আশ্রয়কেন্দ্র, জনতা মাধ্যমিক বিদ্যালয় বহুমূখী আশ্রয়কেন্দ্র ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় বহুমূখী আশ্রয়কেন্দ্র।

এর মধ্যে উপজেলা সদরের মহিলা দাখিল মাদ্রাসায় নির্মিত আশ্রয়কেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন ফিতা কেটে আশ্রয়কেন্দ্রের নামফলক উন্মোচন করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রপ্ত কর্মকর্তা এস কে আব্দুল্লাহ আল সাইদ, কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, রায়েন্দা-রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ.জলিল আনোয়ারী, আশ্রয়কেন্দ্র নির্মাণের ঠিকাদার গোলাম মোস্তফা মধু।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-ছাত্রছাত্রী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সিপিপি, রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছ্বাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়