শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ জানাচ্ছে বাংলাদেশিরা বিশ্বের ২য় ক্ষীণকায় জাতি

আসিফুজ্জামান পৃথিল : এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করা হচ্ছে স্থুলতাকে। বলা হয়ে থাকে এখন কারো দুর্ভিক্ষে মৃত্যুর চেয়ে মোটা হয়ে মৃত্যুর সম্ভাবনা কয়েক হাজার গুন বেশি। ইউনিসেফের ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রতি বছর সারা বিশ্বের স্থুলতার চিত্র প্রকাশ করে থাকে। ২০১৯ মালের প্রতিবেদনে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ জানাচ্ছে স্থুলতার পরিমাণ ও বিএমআই এর গড় দুই সূচকেই বিশ্বের অন্যতম ক্ষীণকায় বাংলাদেশিরা।

বাংলাদেশের মাত্র ৩.৬ শতাংশ মানুষ স্থুলকায়। আর বাংলাদেশিদের গড় বিএমআই ২১। শুধু ইথিওপিয়ার গড় বিএমআইই বাংলাদেশের চেয়ে কম। আর শতাংশের হারে মোটা মানুষ কম শুধুই ভিয়েতনামে। স্থুলতার বিচারে বিশ্বের শীর্ষ ১০ শুকনো মানুষের দেশ হলো; ভিয়েতনাম, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, নেপাল, জাপান, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া, ইরিত্রিয়া ও শ্রীলঙ্কা। এই ১০ দেশের মধ্যে ৪টিই দক্ষিণ এশিয়ার। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে মোটা পাকিস্তানিরা। দেশটির ৮.৬০ শতাংশ মানুষই স্থুলকায়। এরপরই রয়েছে মালদ্বীপ। তাদের ৮.৬০ শতাংশ মানুষ মোটা।

শতাংশের বিচারে বিশ্বের সবচেয়ে বেশি মোটামানুষ বাস করে আমেরিকান সামোয়ায়। দেশটির ৭৪.৬০ শতাংশ মানুষই অতিরিক্ত মোটা। তাদের গড় বিএমআই ৩৪.৯! তবে দেশটির জনসংখ্যঅ মাত্র ৫৫ হাজার ৩১২ জন। শীর্ষ দশে থাকা প্রতিটি দেশই প্রশান্ত মহাসাগরের দ্বীপ এবং জনসংখ্যা নগন্য। আর প্রকৃতিগতভাবেই পলিনেশিয়ানরা একটি মোটাসোটা হয়ে থাকেন। তবে মোটামোটি একটু বড় দেশের মধ্যে সবচেয়ে মোটা কুয়েতের জনগন। তাদের ৩৭.৯০ শতাংশ মানুষ অতিরিক্ত মোটা। আর তাদের গড় বিএমআই ৩০। এরপরই আছে যুক্তরাষ্ট্র। দেশটির ৩৬.২০ শতাংশ মানুষ অতিরিক্ত মোটা। এরপরই বড় দেশগুলোর মধ্যে আছে জর্ডান, সৌদি আরব, কাতার, বারমুডা, লিবিয়া, লিবিয়া, তুরস্ক, মিসর লেবানন, সংযুক্ত আরব আমিরাত, বাহামা ও নিউজিল্যান্ড। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ জানাচ্ছে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৩০ লাখ ৪৬ হাজার ১৬১ জন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়