শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৯, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোপ টেস্টে উত্তীর্ণরা পেলেন যুবলীগের পদ

আবুল বাশার নূরু: বিশ্বকাপ ফুটবল, অলিম্পিকের মতো বড় আসরে একটি আলোচিত শব্দ হয়ে ওঠে ডোপ টেস্ট (মাদক পরীক্ষা)। বড় বড় অ্যাথলেটরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েই অংশ নিয়ে থাকেন ক্রীড়াঙ্গণের সব ইভেন্টে। তবে বাংলাদেশে এবার ডোপ টেস্টের মধ্য দিয়ে নির্বাচিত করা হলো পাবনার সাঁথিয়া উপজেলা যুবলীগের নতুন নেতৃত্বকে।

শনিবার পাবনার সাঁথিয়া উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সাঁথিয়া পাইলট উচ্চবিদালয় মাঠে বেলা ১১টায় অনুষ্ঠিত এই সম্মেলনে মাদক পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতাম‚লক করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। স্থানীয় যুবলীগের কাউন্সিলে ডোপ টেস্টের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করার বিষয়টি তিনিই চালু করেন স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মাদক একটি বড় সমস্যা যার বিরুদ্ধে প্রধানমন্ত্রী যুদ্ধ ঘোষণা করেছেন। আর এই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন নিজেদের স্থান থেকে কাজ করে যাবেন ঠিক একই ভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্বেরও ভূমিকা রাখা প্রয়োজন। আর তাই যখন দেশে মাদক, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চলছে এবং একই সঙ্গে চলছে মহাসমারোহে যুবলীগের কাউন্সিল আয়োজনের প্রস্তুতি। পাবনার জেলা যুবলীগের নেতৃত্বে যখনই সম্মেলনের সিদ্ধান্ত হয় তখন আমি তাদের মাদকমুক্ত নেতৃত্ব নির্বাচন করার কথা বলি। এ বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন ও ১০ অক্টোবর বিশেষ সাক্ষাৎকারের নামে সকল পদপ্রত্যাশীদের ডাক্তারদের মাধ্যমে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হয়।

তিনি আরও বলেন, যারা আগামী দিনের নেতৃত্ব দেবেন তারা যেন সুস্থ দেহের অধিকারী হন, মাদকাসক্ত না হন- তা আমরা চাই। তাই এ ডোপ টেস্টের আয়োজন করা হয়েছে যাতে কোনো মাদকসেবী আগামী দিনের নেতৃত্বে আসতে না পারে। এই বিষয়ে সকলের সঙ্গেই আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার দৃড় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন। সমাজের প্রতিটি স্তরে এমনকি সরকারি পর্যায়ে নিয়োগের ক্ষেত্রেও ডোপ টেস্ট নিশ্চিত করার কথা বলা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আমি এই প্রক্রিয়াকে স্বাগত জানাই এবং আইন হিসেবে এটিকে কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ২০০৮ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় ছাত্রলীগের কাউন্সিলের সময়েও আমি একই কাজ করেছিলাম। সেবারের মতো এবারও হাসপাতালে বিশেষ সাক্ষাৎকার ব্যবস্থার আওতায় পদপ্রত্যাশীদের ডোপ টেস্ট করিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করার ব্যবস্থা করেছি যা স্বাগত জানিয়েছেন সবাই। এ সময় তিনি সকল রাজনৈতিক দলকে মাদকমুক্ত নেতৃত্ব নির্বাচিত করার আহবান জানান।

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে সফলভাবে ডোপ টেস্টে উত্তীর্ণ হয়ে সভাপতি পদে আশরাফুজ্জামান টুটুল সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও দুইটি সদস্যপদে নতুন নেতা নির্বাচিত করা হয়। সূত্র সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়