শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯, ০৮:৫০ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৯, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে বাসস্ট্যান্ডে নেই পাবলিক টয়লেট, বিপাকে যাত্রীরা

সোহাগ হোসেন, পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সবচেয়ে বড় সুবিদখালী বাসস্ট্যান্ডে কোন পাবলিক টয়লেট নেই। ফলে চরম বিপাকে পরতে হচ্ছে যানবানে চলাচলরত যাত্রীসহ পথচারীদের। ব্যস্ততম এলাকা জুড়ে রয়েছে মার্কেট, কাঁচাবাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

দৈনন্দিন নানা কাজে প্রতিদিন উপজেলার ৬টি ইউনিয়নের মানুষের সমাগম ঘটে। তাছাড়া চান্দখালী-বাকেরগঞ্জ মহাসড়ক সংলগ্ন হওয়ায় যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট সুবিদখালী বাসস্ট্যান্ডটি। ফলে ভীড় লেগেই থাকে সব সময়। বিশেষ করে মহিলাদের ভোগান্তিটা যেন একটু বেশিই হয়। প্রয়োজনের সময় দুশ্চিন্তায় পড়তে হয়।

ঢাকাগামী মল্লিক পরিবহনের যাত্রী শ্রী রেখা হাওলাদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এখানে পাবলিক টয়লেটের বিষয়টা খুবই জরুরি। গুরুত্বপূর্ণ এরকম স্থানে পাবলিক টয়লেট থাকা উচিত। কারন আসা যাওয়ার পথে আমাদের প্রায়ই সমস্যা হলে, চরম ভোগান্তিতে পরতে হয়। আশেপাশের মার্কেটগুলোর টয়লেটগুলিতে তালা জুলানো থাকে, আবার কিছু মার্কেটের টয়লেট ব্যবস্থাও ভালোনা সেখানেও যাওয়া না। ফলে অনেক সময় কঠিন ঝামেলায় পড়তে হয়।

উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, পাবলিক টয়লেট না থাকায় অনেকেই রাস্তার ধারেই প্রসাব করে, এতে দূর্ঘন্ধে থাকা যায়না। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনলে তারাও ইতিবাচক সাড়া দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন বলেন, যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য সুবিদখালী বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেট একান্তই আবশ্যক। অতি দ্রুত স্ট্যান্ডে পাবলিক টয়লেটের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে। সম্পাদনা – সানমুন নিশাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়