শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯, ১০:০২ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৯, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসর ঘরে থেকে জেলখানায় বর

ডেস্ক রিপোর্ট : বিয়ের পর নববধূকে নিয়ে বাসরের প্রস্তুতি নিচ্ছিলেন বর মনিরুল ইসলাম আলিফ। ঠিক এমন সময় ঘটে বিনা মেঘে বজ্রপাত! এসে হাজির পুরনো প্রেমিকা! শেষমেশ তাকে ধর্ষণের অভিযোগে আলিফকে থানায় নেয় পুলিশ। অধরা থেকে যায় তার বাসর। সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লায় শুক্রবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।ইত্তেফাক

গ্রেফতারকৃত যুবক মনিরুল ইসলাম আলিফ (৩০) সাভারের ভাগলপুর এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, আলিফের সঙ্গে গার্মেন্টস কর্মী ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভনে প্রায় আড়াই বছর স্বামী-স্ত্রী পরিচয়ে তারা একটি বাসা ভাড়া নিয়ে থাকতো।
এদিকে প্রেমিকাকে না জানিয়ে বাবা-মায়ের কথায় শুক্রবার রাতে বিয়ের পিঁড়িতে বসে আলিফ। নিয়ম অনুযায়ী সকল আয়োজন সম্পন্ন করে নববধূকে ঘরেও তোলেন। এরই মধ্যে ওই তরুণী বিষয়টি জানতে পেরে আলিফের বাসায় ছুটে যান। সেখানে গিয়ে ঘটনার সত্যতা দেখে প্রতিবাদ করলেও ন্যায় বিচার না পেয়ে ধর্ষণের অভিযোগের সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাতেই সাভার মডেল থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন এবং ওসি (ইন্টিলিজেন্স) মো. মাসুদ তাৎক্ষনিক ভাবে ঘটনার তদন্তে আলিফের বাসায় যান। এ সময় আলিফ ও ওই তরুণীকে থানায় নিয়ে আসেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, জিজ্ঞাসাবাদে আলিফ তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা স্বীকার করেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অভিযোগকারী ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়