শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির বাবা এখন শঙ্কামুক্ত

যুগান্তর : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন এখন শঙ্কামুক্ত। শনিবার সকালে এ তথ্য জানান চিকিৎসকরা।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানান, শুক্রবার গোলাম মর্তুজা স্বপন বুকের ডান পাশের নিচের দিকে ব্যথা অনুভব করেন।

প্রাথমিকভাবে মাসল পুল জাতীয় সমস্যার কারণে এই ব্যথা হয়েছে বলে ধারণা করা হয়। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচ এ পাঠানো হয়েছে। রাতে এখানে তার শারীরিক পরীক্ষা করা হয়। তার রিপোর্ট স্বাভাবিক আছে। শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো।

জানা যায়, শুক্রবার অন্যান্য দিনের মতই নড়াইল শহরের মহিষখোলার নিজের বাসায় ছিলেন গোলাম মর্তুজা স্বপন। সন্ধ্যায় হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। অসুস্থ হওয়ায় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসকে খবর দেন।

নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন গোলাম মর্তুজাকে। এরপর শুক্রবার রাত সাড়ে ১০দিকে বাসায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক আলিমুজ্জামান সেতু জানান, তাকে সিএমএইচের আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু এখন তিনি শংকামুক্ত আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো।

বাবার অসুস্থতার খবর মাশরাফি পেয়েছেন ঢাকাতে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক চেয়েছিলেন শুক্রবার রাতেই আকাশপথে যশোরের উদ্দেশে রওনা হতে। সেটি না হওয়ায় শনিবার মাশরাফির যশোর আসার কথা রয়েছে।

গোলাম মর্তুজার পাশে এই মুহূর্তে আছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা, মামা নাহিদ ও পরিবারের অন্য সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়