শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০১৯, ১২:৫৬ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০১৯, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে জানালেন পিএসসি চেয়ারম্যান

শাহীন খন্দকার : চলতি বছর শেষ হওয়ার আগেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে কমিশন। গতকাল শুক্রবার তিনি বলেন, নভেম্বরে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গত সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার কারণে তা সম্ভব হয়নি। এরই মধ্যে নতুন এ বিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২ হাজার ১৩৫টি শূন্য ক্যাডার পদের চাহিদা পেয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে, ৩৭তম বিসিএসের দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে আগামী সপ্তাহে আরেকটি তালিকা প্রকাশ করা হচ্ছে।

সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে। একইসঙ্গে ডিসেম্বর মাসে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের পরিকল্পনা আছে। স্বল্প সময়ের মধ্যে ৩৭তম বিসিএসে নন-ক্যাডার পদে দ্বিতীয় শ্রেণির একটি তালিকা প্রকাশ করা হবে।

এদিকে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় গত জুলাই মাসে। এতে অংশে নেওয়া ৩ লাখ ২৭ হাজার চাকরি প্রার্থীর মধ্যে মাত্র ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক বাছাইয়ে। এবার নিজেদের সক্ষমতা প্রমাণের জন্য উত্তীর্ণদেরকে বসতে হবে লিখিত পরীক্ষায়।

৪০ তম বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৯ শ ৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। যার মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

ঘূর্ণিঝড় ফণীর কারণে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পেছানোর দাবি উঠেছিলো। কিন্তু সাতটি বিভাগীয় শহরে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পূর্বনির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার জন্য ৪ লাখ ১০ হাজার ৯৬৩ জন নিবন্ধন করলেও ৩ লাখ ২৭ হাজার ৫২৫ জন প্রার্থী উপস্থিত ছিলেন। অংশ নেয়নি ৮৩ হাজার ৪৩৮ জন প্রার্থী। অর্থাৎ ৭৯.৭০ শতাংশ প্রার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা যায়।

পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রে নিবন্ধন করা প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ১৬ হাজার ২৬১ জন। অংশগ্রহণ করেছেন এক লাখ ৬৭ হাজার ৫০৮ জন। চট্টগ্রামে ৩৭ হাজার ১১৩ জন প্রার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ২৯ হাজার ৪৯৬ জন। রাজশাহীতে ৩৮ হাজার ৮৪৪ জন প্রার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ৩১ হাজার ৯৬৫ জন। খুলনায় ২৯ হাজার ২৬৩ জন প্রার্থীর মধ্যে অংশ নিয়েছে ২৩ হাজার ৭৮৪ জন প্রার্থী।

বরিশাল কেন্দ্রে নিবন্ধন করা প্রার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৯৭২ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯ হাজার ৪৬৭ জন প্রার্থী। সিলেটে ১৬ হাজার ৯১৪ জন প্রার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ১৩ হাজার ৮৫০ জন। রংপুরে ৩২ হাজার ৩২৪ জন প্রার্থীও মধ্যে অংশ নিয়েছে ২৭ হাজার ২৬১ জন। ময়মনসিংহে ২৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ২৪ হাজার ১৯৪ জন প্রার্থী।

এছাড়া ৪০তম বিসিএসের দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষা বর্জন করেছেন। গতকাল শুক্রবার সকালে শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেন।

তারা জানান, গত ৩১ মার্চ পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে পিএসসি প্রতিশ্রুতিলেখক সরবরাহ করবে। কমিশন প্রতিশ্রুতিলেখক দিলে আমাদের জন্য অসুবিধা হবে। তাই আমরা বিসিএস পরীক্ষা বর্জন করেছি। আমাদের জন্য বিশেষ বিসিএস পরীক্ষার ব্যবস্থা করা হোক ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়