শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরার হত্যা ও ভারত বিরোধিতা

জাকির তালুকদার : আবরার হত্যার বিচার চাইতে গিয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান উচ্চারিত হচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে, এই স্লোগান অর্থহীন। কিন্তু ফেসবুকে যে পোস্টের কারণে আবরারকে মরতে হলো, তা ছিলো ভারতসম্পর্কিত। আরও স্পষ্টভাবে বলা যায়, ভারতের সঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রী যেসব চুক্তি করে এলেন সেসব চুক্তির বিরোধী কথা লেখা ছিলো সেই পোস্টে। তাই স্লোগানটি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষের ভারত বিরোধিতার প্রধান কারণ পানি।

প্রধানমন্ত্রী তিস্তার পানি আনতে পারেননি, উল্টো দিয়ে এসেছেন ফেনী নদীর পানি। তবু তিনি এবং তার সরকার দাবি করছেন যে, এ সফর খুব ফলপ্রসূ হয়েছে। কিন্তু আমরা জানতে পারছি যে, ভারত কয়েক বছর ধরেই ফেনী নদী থেকে পাম্পের সাহায্যে পানি সরিয়ে নিচ্ছে। ৩০টি পাম্প বসিয়ে পানি নিচ্ছে তারা। প্রতিটি পাম্প দুই কিউসেক শক্তির। ফলে শীতকালে যেখানে ফেনী নদীর প্রবাহ থাকার কথা আশি কিউসেক, তা কমে হয়েছে পঞ্চাশ কিউসেক। এখন প্রশ্ন হচ্ছে, ভারতকে যে ১.৮২ কিউসেক পানি দেবার চুক্তি করে এলেন প্রধানমন্ত্রী, তা কি এই ৩০টি পাম্পের অতিরিক্ত? পাম্পগুলো কি এখন বন্ধ হবে? নাকি পাম্পও চলবে, তার সঙ্গে ১.৮২ কিউসেক পানি অতিরিক্ত দেয়া হবে? এসব অস্পষ্টতাই হচ্ছে বাংলাদেশের সরকারগুলোর নতজানুতার রক্ষাকবচ। পাবলিককে জানালেন। কিন্তু পুরোটা নয়। এই ধরনের কাজ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আমাদের দেশের মানুষ সরকার এবং শাসকদের প্রতি ভারত বিষয়ে আস্থাহীন হয়ে পড়েছে। তারই প্রতিফলন ঘটেছে আবরারের লেখা ফেসবুক পোস্টে। তাকে হত্যা করেছে ছাত্রলীগ। সমীকরণটা তাই দাঁড়িয়েছে: ‘আবরার হত্যা-ছাত্রলীগ-শেখ হাসিনার ভারত সফরের চুক্তিগুলো এবং ভারত।’ আমার বিশ্বাস ভারতের বিরুদ্ধে স্লোগান আসলে আমাদের নতজানুতার বিরুদ্ধে স্লোগান। অনেকেই বলছেন এসব ইস্যু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত-শিবির। তাদের জিজ্ঞেস করিÑ সরকার এবং সরকারের পেটোয়া বাহিনী পানি ঘোলা করে কেন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়