শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ বিরোধী চুক্তি বাতিল ও আবরার হত্যার প্রতিবাদে বিএনপির কর্মসূচিতে ২০দলীয় জোটের সর্মথন

শাহানুজ্জামান টিটু : বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শরীকদলগুলো এ সমর্থন দেয়। আগামী ১২ ও ১৩ অক্টোবর দেশের সকল বিভাগ ও জেলা সদরে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এছাড়া ২০ দলীয় জোটের ব্যানারে ১৫ অক্টোবর সকালে আবরার স্মরণে সভা অনুষ্ঠিত হবে।

২০দলীয় জোটের সভায় সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন মওলানা নুর হোসেন কাশেমী। সভায় উপস্থিত ছিলেন গয়েশ^র চন্দ্র রায়, মোস্তফা জামাল হায়দার, মাওলানা আব্দুল হালিম, ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডা: মোস্তাফিজুর রহমান ইরান, লুতফর রহমান, মওলানা আব্দুল করিম, এ্যাড. আজহারুল ইসলাম, এ্যাড. জুলফিকার বুলবুল চৌধুরী, ড. মো: নেয়ামুল বশির, সাইফুদ্দিন আহমেদ মনি, সৈয়দ ইহসানুল হুদা, মাওলানা মহিউদ্দিনএকরাম, ক্বারী মো: আবু তাহের, মাহমুদ খান, এমএম শাওন সাদেকী ও জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান।

সভায় প্রধানমন্ত্রীর সম্প্রতিক ভারত সফরে তিস্তার পানিসহ বাংলাদেশের স্বার্থে কোনো অর্জন ছাড়াই ফেনী নদীর পানি প্রদান, চট্টগ্রাম ও মঙ্গলা বন্দর নির্বিগ্নে ব্যবহারের অনুমতি, আমদানিকৃত এলপিজি ভারতে রফতানি এবং সমুদ্র উপকূলে যৌথ নজরদারির বিষয়ে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে- এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দেশ ও দেশের জনগণের স্বার্থ বিরোধী এসব চুক্তি ও সমঝোতা বাতিলের দাবি জানাচ্ছে। গত ৬ অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ-এর নৃশস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই হত্যার জন্য দায়ি সকল অপরাধীর দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করা হয়।

সভায় ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাপ্য জামিন না দিয়ে প্রচলিতআইন অগ্রাহ্য করাএবং গণতন্ত্র পুন:উদ্ধার আন্দোলনকে দুর্বল রাখার সরকারি অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়