শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারের বিরুদ্ধে পেরে উঠলো না বাংলাদেশ

আক্তারুজ্জামান : শক্তিশালী কাতারের সঙ্গে পেরে ওঠা সহজ হবে না এটা শুরু থেকেই বলা হচ্ছিলো। ঘরের মাঠে অন্তত ড্র করে ১টি পয়েন্ট নিয়ে নেয়ার আশা করেছিলো বাংলাদেশ। কিন্তু সেটাও হলো না। ২-০ গোলে হেরে খালি হাতেই থাকতে হলো জামাল ভূঁইয়াদের। অন্যদিকে ঢাকার মাঠ থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। দুই অর্ধে একটি করে দুটি গোল খেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে বল বাগে না পেলেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। তবে সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আরও এক গোল হজম করে স্বাগতিকরা। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ।

ফিফা র‌্যাংকিংয়ে ৬২ নম্বরে কাতার আর বাংলাদেশ আছে ১৮৭ নম্বরে। ‘ই’ গ্রুপে ঘরের মাঠে এই ম্যাচ খেলা বাংলাদেশ আগামী ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে।
কাতারের বিপক্ষে নামানো হয় চার ডিফেন্ডারকে। মাঝে তিনজনকে নিয়ে সামনে আক্রমণভাগ সাজান বাংলাদেশের কোচ জেমি ডে। আফগানিস্তানের বিপক্ষে যে স্কোয়াড ছিল সেখান থেকে শুধু দুটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বনাথের বদলে ডিফেন্সে আসেন রায়হান হাসান। আর রবিউলের বদলে একাদশে আসেন ইব্রাহিম।

ফরমেশনে পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ জেমি ডে। ৪-১-৪-১ নতুন ফরমেশনে কাতারে বিপক্ষে মাঠে নামিয়েছেন শিষ্যদের। ডিফেন্সে চার, মাঝমাঠে তিনজন ও উইঙ্গে দুইজনকে রেখে আর স্ট্রাইকারের ভূমিকায় জীবনকে রেখে সাজানো হয় ফরমেশন।

ম্যাচের শুরুতেই বাংলাদেশকে চেপে ধরে কাতার। ম্যাচের ২৮ মিনিটের মাথায় ফরোয়ার্ড ইউসুফের হেডে বাংলাদেশের জালে বল জড়ালে কাতার এগিয়ে যায় ১-০ গোলে। ৪২ মিনিটের মাথায় বাংলাদেশ ছোটো একটি আক্রমণ সাজালেও ফিনিশিংয়ের অভাবে কাতালের জালে শট নেওয়া হয়নি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

ম্যাচের ৭০ মিনিটের মাথায় জীবনকে তুলে নিয়ে নামানো হয় মাহবুবুর রহমানকে। এরপরই অন্য এক বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। একের পর এক আক্রমণে কাতারকে কিছুটা ভরকেও দেয় জেমি ডের শিষ্যরা। পরপর কয়েকটি শট আটকে দেন কাতারের গোলরক্ষক। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা পায়নি। ফলে নিজেদের তৃতীয় ম্যাচে কাতার জয় তুলে নেয় ২-০ গোলের ব্যবধানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়