শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে, বললেন ধর্মপ্রতিমন্ত্রী

রফিক আহমেদ: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মো: আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশে এ ধরণের উন্নয়ন সম্ভব হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালে বাংলাদেশের হজ্ব ব্যবস্থাপনার ইতিহাসে সফলতম হজ্ব ব্যবস্থাপনা উপহার দেয়ায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মো: আবদুল্লাহকে গোপালগঞ্জ জেলার আওয়ামী আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুসরণ করে হজ্ব ব্যবস্থাপনাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করি। বিশেষ করে হজযাত্রীদের জেদ্দায় ৬-৮ ঘন্টার অপেক্ষা সময় ও কষ্ট লাঘব এবং লাগেজ ব্যবস্থাপনা সহজীকরণের লক্ষ্যে সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায় আমরা সফলভাবে বাস্তবায়ন করি। এতে হজ্বযাত্রীসহ সকলের কাছ থেকে প্রশংসা পেয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই আমার জন্য চ্যালেঞ্জ ছিল, শাস্তি পূর্ণভাবে উপায়ে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ব্যবস্থা করা। ২০১৯ সালে বাংলাদেশের তাবলীগ জামাতের মধ্যকার বিরোধ স্বর্থেও বিশ্ব এজতেমা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এ বছর সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজা অত্যন্ত জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীগণ তাদের উৎসব সমূহ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি।

গোপালগঞ্জ জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলকদর রহমানের সঞ্চালনা ও জেলা আইজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট, অতিরিক্ত জেলা মেজিস্ট্রট ও অতিরিক্ত জেলা প্রশাসক, গোপালগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রীকে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সর্বস্তরের সদস্যদের পক্ষ থেকে ক্রেস্ট সম্মাননা পত্র এবং পবিত্র কুরআন শরীফ উপহার দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়