শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরার হত্যায় নতুন সিসিটিভির ফুটেজে যা দেখা গেলো (ভিডিও)

মাসুদ আলম : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় হলের সিসি ক্যামেরার ১৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন আন্দোলকারী শিক্ষার্থীরা। এতে আবরারকে ডেকে নেয়া থেকে শুরু করে রয়েছে, তার মরদেহ সিঁড়িতে ফেলে রাখার ছবি। হত্যায় জড়িতদের সবার ছবিও যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এর গত সোমবার ১ মিনিটের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়।

এদিকে ১৫ মিনিটের ভিডিও ফুটেজে শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িত সবাইকে শনাক্ত করে নাম প্রকাশ করে। যেখানে দেখা যায়, রাত সোয়া ৮টার দিকে ফাহাদকে নিচতলার কক্ষ থেকে দোতলায় ২০১১ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। সে সময় সবার আগে ছিলো সাদাত ও তামিম তাদের পেছনে ছিলো আবরার। সবকেক্ষে নিয়ে যাওয়ার পর একে একে মামলার এজহারভুক্ত আসামীরা সে কক্ষে প্রবেশ করে।

দেখা যায়, নির্যাতনের পর ফাহাদকে কোলে করে রাত সোয়া ১টার দিকে ২০০৫ নম্বর কক্ষে নিয়ে যায় তারা। এর প্রায় ১ ঘণ্টা পর, রাত দুটার দিকে ফাহাদের মরদেহ ২০০৫ নম্বর কক্ষ থেকে বের করে সিড়িতে ফেলে রাখা হয়। এসময় তাকে তিনজন ধরাধরি করে তাকে নিয়ে যাচ্ছে। তাদের পেছনে রয়েছে আরো ৭ জন।

এরপর আসেন চিকিৎসক, কিছুক্ষণপর স্ট্রেচারে করে ফাহাদের মরদেহ নিচে নামানো হয়। মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন হলের প্রভোস্ট, সহকারি প্রভোস্ট, ও ছাত্র কল্যাণ পরিচালক। এসময়, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলকে কথা বলতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়