শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্রাট-শামীম-খালেদের টাকার সন্ধানে একাধিক সংস্থা

ডেস্ক রিপোর্ট : অবৈধ ক্যাসিনো ও টেন্ডারবাজিসহ দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেয়া সম্রাট, জি কে শামীম-খালেদ মাহমুদের টাকার সন্ধানে র‌্যাবসহ একাধিক সংস্থা। এরই মধ্যে ওই তিনজনের সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ টাকা বিনিয়োগের তথ্য পেয়েছে একটি সংস্থা। রিমান্ডে খালেদ মাহমুদ ও জি কে শামীমকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ হওয়ায় আদালতে হাজির করা যাচ্ছে না বলে গতকাল আদালতকে প্রতিবেদন দিয়েছেন কারা কর্তৃৃপক্ষ। এদিকে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। এছাড়া সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকরা।ইনকিলাব

সম্রাটট অসুস্থ, আদালতে হাজির করা হয়নি
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ হওয়ায় আদালতে হাজির করা যাচ্ছে না বলে আদালতকে প্রতিবেদন দিয়েছেন কারা কর্তৃৃপক্ষ। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুজ্জামান আনসারীর এজলাসে প্রতিবেদন দাখিল করে কারা কর্তৃৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাকে হাজির করা সম্ভব হচ্ছে না। মাদক ও অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত আরেক নেতা আরমানকে আদালতে তোলা হয়। এ সময় আদালত আরমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। একই সাথে সম্রাট ও আরমানের মামলার পরবর্তী শুনানি ১৫ অক্টোবর ধার্য করেছেন আদালত। শনিবার কুমিল্লা থেকে ক্যাসিনো কিং খ্যাত বহিষ্কৃত দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে আরমানকে কারাগারে পাঠানো হয়।

সম্রাটকে বিদেশ নেয়ার প্রয়োজন নেই -চিকিৎসক
সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকরা। গতকাল দুপুরে সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিকিৎসক ডা. মহসীন আহমেদ বলেন, সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার যতগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার সবগুলো রিপোর্ট ভালো এসেছে। তবে রাতে তার হৃদস্পন্দন অনিয়মিত ছিল। সব পরীক্ষা-নিরীক্ষা মিলিয়ে বর্তমানে তিনি ভালো আছেন। তাকে আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডা. মহসীন বলেন, তার জীবনের কোনো ঝুঁকি নেই এবং তাকে বিদেশে নেয়ারও প্রয়োজন নেই। গতকাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউিট ও হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমানের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালককে প্রধান করে ৭ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা সম্রাটকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। গত মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করলে সকাল সাড়ে ৭টায় সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এরপর ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে আসে কারা কর্র্তৃৃপক্ষ।

সম্রাট-খালেদ-শামীমের তথ্য পর্যালোচনা
অবৈধ ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেফতারকৃত সম্রাট, খালেদ মাহমুদ ও জি কে শামীমের বক্তব্য পর্যালোচনা করছে গোয়েন্দারা। এদের মধ্যে সম্রাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এ জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা খুবই জরুরি। একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে খালেদ ও জি কে শামীমকে। জিজ্ঞাসাবাদে খালেদ জানিয়েছেন, মতিঝিল এলাকায় ক্লাবপাড়া নিয়ন্ত্রণের জন্য তাকে নিয়োগ দেন সম্রাট। আর জি কে শামীম জানান, প্রায়ই বড় ধরনের কমিশন দিতেন তিনি সম্রাটকে। আর এর বিনিময়ে শত শত কোটি টাকার টেন্ডার পেতে সহযোগিতা করতেন সম্রাট।

টাকার সন্ধানে গোয়েন্দারা
একটি সংস্থার সূত্রে জানা গেছে, ক্যাসিনো, মাদক, অবৈধ মার্কেট-দোকান থেকে প্রতিদিনই প্রায় তিন কোটি টাকা চাঁদা আদায় হতো সম্রাটের। ভাগ-বাটোয়ারা শেষেও বিপুল টাকা থাকত তার। এসব টাকার একটা বড় অংশ সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াতে পাঠানোর তথ্য পেয়েছে গোয়েন্দারা। দেশের বাইরে গেলেই সম্রাটের সঙ্গে থাকতেন যুবলীগ নেতা মমিনুল হক সাঈদ ও এনামুল হক আরমান। ক্যাসিনোতে খেলা, নারী সঙ্গ ও মদের আসরে আরমানকে পছন্দ করেন সম্রাট। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করার কারণেই সম্রাটের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন আরমান। অন্যদিকে, খালেদ ও সাঈদ ছিলেন সম্রাটের টাকা সংগ্রহ ও ভাগ-বাটোয়ারার দায়িত্বে। সম্রাটের পক্ষে এসবের হিসাব রাখতেন যুবলীগ দক্ষিণের দপ্তর সম্পাদক এমদাদুল হক। প্রতি মাসে একাধিকবার সিঙ্গাপুরে যেতেন সম্রাট। সিঙ্গাপুরের অভিজাত মেরিনা বে স্যান্টস ক্যাসিনোতে জুয়া খেলতেন। সিঙ্গাপুরে তার এক গার্লফ্রেন্ডও রয়েছে। ওই ক্যাসিনোতে বিনিয়োগও রয়েছে সম্রাটের। শুধু তাই নয়, সিঙ্গাপুরে জনৈক বাংলাদেশি সাহেদের কাছে সম্রাটের বিনিয়োগ রয়েছে হাজার কোটি টাকা। শুধু সম্রাট নয়, সাহেদের কাছে বেশ কয়েকজন দুর্নীতিবাজ রাজনৈতিক নেতার হাজার কোটি টাকাও বিনিয়োগ রয়েছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা। সম্রাট, খালেদ মাহমুদ ও জি কে শামীমের কাছ থেকে পাওয়া এসব তথ্য খতিয়ে দেখছে তদন্তের সাথে সংশ্লিষ্ট একটি সংস্থার কর্মকর্তারা। হুন্ডির মাধ্যমে এসব টাকা পাঠানো হতো বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়