শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৭:৩৫ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরার হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট : বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যার পরে মশাল মিছিলের আয়োজন করেন সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। যুগান্তর

বিএম কলেজের শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি কলেজের ক্যাম্পাস প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএম কলেজের সাধারণ শিক্ষার্থী মো. নজরুল ইসলাম, খন্দকার রনি, জিয়াউল, ফয়সালসহ অন্যান্যরা।

এর আগে বিকালে নগরীর অশ্বীনি কুমার হলের সামনে বিক্ষোভ করে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা।

বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মহানগর আহবায়ক শামিল শাহরোখ তমাল এর সভাপতিত্বে ও জেলা সভাপতি মিন্টু দে-র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড শান্তি দাস, সাবেক ছাত্র নেতা মোজাম্মেল হক ফিরোজ, ছাত্র মৈত্রী সহসভাপতি সুজন আহম্মেদ, সমাজ কল্যাণ সম্পাদক সুমন আকন জুয়েল, জেলা সহসাধারণ সম্পাদক আলী হোসেন, মহানগর কমিটির সদস্য ইমরান নুর নীরব, বিএম কলেজ সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শাওন প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তির দাবি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়