শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুয়েটে স্থগিত হচ্ছে ছাত্রলীগের কার্যক্রম

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হচ্ছে। আজ বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।আলোকিত বাংলাদেশ

গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন গণভবনে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ছাত্রলীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বার্তা বলেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়েও কথা বলেন। এ সময় তিনি বুয়েটের ঘটনাটার দ্রুত তদন্ত, বিচার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন বলে জানা গেছে। একই সাথে তিনি এ ঘটনার সাথে যারা জড়িত তারা যে দলেরই হোক না কেন তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার নির্দেশনা দেন।

আলোচনাকালে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানান যে, বুয়েটে এখন ছাত্ররাজনীতি বন্ধের একটা দাবি উঠছে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন যে, ছাত্র রাজনীতি যদি জনগণের কল্যাণ না করতে পারে এবং ছাত্ররাই যদি ছাত্র রাজনীতি বন্ধ চায় সেটা তাদের বিষয়। এ ব্যাপারে আমাদের কোনো অবস্থান বা কোনো বক্তব্য রাখা ঠিক নয়। এ বিষয়ে আমাদের চুপ থাকাই ভালো। তবে প্রধানমন্ত্রী বলেছেন যে, ছাত্রলীগের যে সমস্ত কর্মকাণ্ড তাতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচী আপাতত বন্ধ রাখা উচিৎ। এ ব্যাপারে ইতিমধ্যে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানিয়ে দেওয়া হয়েছে। তারা আজ বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়