শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুয়েটে স্থগিত হচ্ছে ছাত্রলীগের কার্যক্রম

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হচ্ছে। আজ বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।আলোকিত বাংলাদেশ

গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন গণভবনে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ছাত্রলীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বার্তা বলেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়েও কথা বলেন। এ সময় তিনি বুয়েটের ঘটনাটার দ্রুত তদন্ত, বিচার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন বলে জানা গেছে। একই সাথে তিনি এ ঘটনার সাথে যারা জড়িত তারা যে দলেরই হোক না কেন তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার নির্দেশনা দেন।

আলোচনাকালে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানান যে, বুয়েটে এখন ছাত্ররাজনীতি বন্ধের একটা দাবি উঠছে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন যে, ছাত্র রাজনীতি যদি জনগণের কল্যাণ না করতে পারে এবং ছাত্ররাই যদি ছাত্র রাজনীতি বন্ধ চায় সেটা তাদের বিষয়। এ ব্যাপারে আমাদের কোনো অবস্থান বা কোনো বক্তব্য রাখা ঠিক নয়। এ বিষয়ে আমাদের চুপ থাকাই ভালো। তবে প্রধানমন্ত্রী বলেছেন যে, ছাত্রলীগের যে সমস্ত কর্মকাণ্ড তাতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচী আপাতত বন্ধ রাখা উচিৎ। এ ব্যাপারে ইতিমধ্যে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানিয়ে দেওয়া হয়েছে। তারা আজ বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়