শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৬:১৩ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াইটওয়াশ পাকিস্তান

ডেস্ক রিপোর্ট : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও হেরেছে পাকিস্তান। ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজ জয়ের বার্তাই দিচ্ছিল দেশটি। কিন্তু ফিফটি তুলে নেওয়া হারিস সোহেল ও তার আগে বাবর আজম ফিরতেই পথ হারিয়ে ফেলে দলটি।দেশ রূপান্তর

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৩ রানের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৭ রান করে লঙ্কানরা। জবাবে ৬ উইকেটে ১৩৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

ওয়ানডে সিরিজ হারলেও পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া লঙ্কানরা প্রথম টি-টোয়েন্টি জিতেছিল ৬৪ রানে। দ্বিতীয় ম্যাচে ৩৫ রানের জয় তুলে নেয়। তাতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার। এদিনও একটি প্রথমের গল্প লিখেছে দেশটি। তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম কোনো দলকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা।

আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। তবে ওসাদা ফার্নান্দোর ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি গড়ে দলটি। ওসাদা ৪৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় খেলেন অপরাজিত ৭৮ রানের ইনিংস। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির সর্বাধিক ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে প্রথম বলেই বোল্ট হন ফখর জামান। তবে আরেক ওপেনার বাবর আজম ও তিনে নামা হারিস সোহেল ভালো জুটি গড়েন। যে জুটি স্বাগতিকদের সহজ জয়ের বার্তাই দিচ্ছিল। কিন্তু ১২তম ওভারে ২৭ রান করে ফেরেন বাবর। ১৬তম ওভারের প্রথম বলে বিদায় নেন ৫২ রান করা হাসির সোহেল। এরপর আশ্চর্যজনকভাবে পথ হারায় পাকিস্তান।

শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দারুণ বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন হাসারাঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়