শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৩:৫১ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুটানের বিরুদ্ধে জয় দিয়ে বাংলাদেশ নারী দলের সাফ মিশন শুরু

এল আর বাদল : চার জাতির সাফ ফুটবল (অনূর্ধ্ব১৫) চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। তারা ২-০ গোলে স্বাগতিক ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করে। একই দিন ভারতও নেপালের বিরুদ্ধে বড় জয় দিয়ে যাত্রা শুরু করে।

বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজের মেয়েরা নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে এ জয় তুলে নেয়। দু’বছর আগে ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছিলেন মারিয়া মান্ডারা। গত বছর বছর নেপালে সোনালী সেই ট্রফি ছোঁয়া হয়নি ভারতের কাছে অল্পের জন্য হেরে। তবে এবার মারিয়াদের উত্তরসূরীরা সেই ট্রফি পুনরুদ্ধার করতে চায়।

এবারের মিশনে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে শামসুন্নাহার-রুপনারা। ২২ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তার ৯ মিনিট পর রোজিনা আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ করে মেয়েরা। দুই অর্ধেই দাপট দেখিয়ে খেললেও গোলের দেখা পাওয়ায় ওই ব্যবধানেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

এদিকে প্রথম ম্যাচে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

আগামী ১১ অক্টোবর নেপাল ও ১৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগ ভিত্তিক টুর্নামেন্টের সেরা দু’দল ফাইনাল খেলবে ১৫ অক্টোবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়