শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের স্বার্থবিরোধী চুক্তি দেশবাসী মানবে না, বললেন শেখ ফজলে বারী মাসউদ

রফিক আহমেদ : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, সম্পর্ক হয় সমতা ও সমমর্যাদার ভিত্তিতে। কিন্তু ভারতের সঙ্গে সরকারের সম্পর্ক কেবলই দেয়া নেয়ার নয়। প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে শুধু দিয়েই এসেছেন। আমাদের ন্যায্য প্রাপ্য তিস্তার পানি আমরা পেলাম না। বুধবার বিকেলে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এমনকি তিস্তা চুক্তি অ্যাজেন্ডাতেই রাখা হয়নি। অভিন্ন ৫৪ নদীর পানি বণ্টনেরও কোন সুরাহা হয়নি। উপরন্তু প্রধানমন্ত্রী ফেনী নদীর পানি দিয়ে এসেছেন। ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি প্রদান এবং সমুদ্রোপকূলে নজরদারির জন্য অত্যাধুনিক রাডার স্থাপনের চুক্তির মাধ্যমে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হয়েছে। দেশের জনগণ সাম্রাজ্যবাদী তোষণের এসকল চুক্তি মানবে না।

তিনি বলেন, সরকার একতরফাভাবে বাণিজ্যিক সুবিধা দিয়ে দেশকে ভারতের ‘পণ্য উপনিবেশে’ পরিণত করেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৮শ কোটি ডলারের বেশি। বর্তমান সরকারের আমলে তা ৫ গুণ বেড়েছে। বাংলাদেশ ভারতে রপ্তানির চেয়ে সেখান থেকে আমদানি করছে ৬ গুণ বেশি।

সরকারের দেশবিরোধী চুক্তির সমালোচনা করায় ছাত্রলীগের নৃশংস হত্যার শিকার বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের শাহাদাতের কথা উল্লেখ করে তিনি বলেন, আবরার এ জাতির কণ্ঠস্বর, জাতীয় বীর। আবরার এ জাতির সংগ্রামী চেতনার ঐতিহ্যের বাহক।দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরারের হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। চলমান ইস্যুতে আগামী শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল সফল করতে নগরবাসীর প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়