শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০১:৫৩ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী ৬১ জন

শাহীন খন্দকার : স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কণ্ট্রোল রুমের হিসাবে এ চলতি বছর জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৯০ হাজার ৭৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ২১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কণ্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৮ অক্টোবর সকাল ৮টা থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সর্বমোট রোগী ১ হাজার ৩৩৯ জন। রাজধানীর ৪১ সরকারি ও বেসরকারী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত বর্তমানে সর্বমোট ভর্তি ৪৬৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৮৭৩ জন।

এদিকে নতুন ভর্তি রোগী ২৫৪ জন। শুধু মহানগরীতে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী নতুন ৬১ জন । ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ২৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তিও ৬৩ জন, রাজধানীর বাইরে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ১৯৩ জন। রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪২ টি মৃত্যুও তথ্য প্রেরিত হয়েছে ,তার মধ্যে আইইডিসিআর ১৩৬ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৮১ জনের মৃত্যু ডেঙ্গু জনিত বলে নিশ্চিত করেছে। সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ৯ অক্টোবর নতুন ডেঙ্গ আক্রান্ত রোগী কমেছে ৫ ভাগ আর সারাদেশে ছাড়প্রাপ্ত বর্তমানে রোগীর সংখ্যা ৯৮ ভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়