শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০১:২৩ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুফিল ও বিপলু মনে করেন, কাতারকে হারানো সম্ভব

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বৃহস্পতিবার কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার নিশ্চিতভাবেই ফেভারিট এই ম্যাচে। তবে স্বাগতিক বাংলাদেশ এই ম্যাচে রুখে দিতে চায় ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারকে। এমনকি জয়টাও অসম্ভব মনে করে না দলের কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা।

তরুণ মিডফিল্ডার বিপলু আহমেদ যেমন আত্মবিশ্বাস ভরা কণ্ঠে বলছেন, দিনটা আমাদের হলে অবশ্যই হারাতে পারব কাতারকে। ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলও বলছেন একই কথা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে কাতারের বর্তমান অবস্থান ৬২তম। আর বাংলাদেশ আছে ১৮৭তম স্থানে। অর্থাৎ বাংলাদেশ পিছিয়ে ১২৫ ধাপ। যতই স্বাগতিক হোক, ‘ই’ গ্রুপে সবচেয়ে কঠিন ম্যাচটাই বাংলাদেশ খেলতে যাচ্ছে একদিন পর।

কিন্তু কাতার ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে আত্মবিশ্বাস ঝরল সুফিল ও বিপলুর কণ্ঠে। কাতারকে কি হারানো সম্ভব? এমন প্রশ্নে বিপলু তো সরাসরি বলছেন, ‘কেন পারব না। যদি কালকের দিনটা আমাদের হয়, তাহলে ইনশা আল্লাহ আমরা ভালো কিছু করব।’

ফরোয়ার্ড সুফিল কথা বললেন একই সুরে, আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম করে খেলতে পারলে জেতাও সম্ভব। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সেরাটা দিতে পারি।

বড় ম্যাচ, চাপ থাকাটা স্বাভাবিক। বিপলু বলছেন, চাপ একটু আছে। কিন্তু ম্যাচটা খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’

বুধবার সংবাদ সম্মেলনে বিপলু, সুফিল, সাদদের মতো তরুণদের উপভোগের মন্ত্রই বোতলে দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বলেন, তরুণ খেলোয়াড়দের প্রতি উপদেশ থাকবে, মাঠে যাও, নার্ভাস না হয়ে খেলাটা শুধু উপভোগ করো। আর নিজেদের সুযোগটা কাজে লাগাও।’

তরুণদের প্রেরণা হিসেবে কাজ করতে পারে ২০১৮ সালে এশিয়ান গেমসের আসর। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসরে কাতারকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। যদিও সেটি ছিল অনূর্ধ্ব-২৩ দলের খেলা। তবে ওই ম্যাচকে প্রেরণা মানছে কোচ জেমি ডের দল।

এদিন সংবাদ সম্মেলনে জেমি ডেও বলে গেলেন, ‘সব দলই জিততে চায়, আমরাও জেতার জন্যই খেলব। আমার ছেলেরা যদি তাদের সেরাটা দিতে পারে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, যদি ভাগ্য আমাদের সঙ্গে থাকে, তাহলে আপনি বলতে পারবেন না কি হবে।’

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় কাতার। দ্বিতীয় ম্যাচে ড্র করে ভারতের বিপক্ষে। আর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে নিজেদের মিশন শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়