শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:০২ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে কাতার ম্যাচের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

রাকিব উদ্দীন : কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়া কাপ বাছাইকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামীকাল সন্ধ্যা ৭টায় বিশ্বকাপ বাছাইপর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হারে জামাল ভূঁইয়ারা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কাতারের মুখোমুখি হবে তারা। ম্যাচটির জন্য ভালো প্রস্তুতিও নিয়েছে জেমি ডের শিষ্যদের। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই এক প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় তারা।

এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ঘোষিত ২৩ সদস্যের দলে রয়েছেন ৩ গোলরক্ষক। রক্ষণভাগের খেলোয়াড় রাখা হয়েছে ৭ জন, মিডফিল্ডার ৮ জন ও স্ট্রাইকার ৫ জন।

বাছাই পর্বে ‘ই’ গ্রুপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে কাতার।

এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ওমান। দুই ম্যাচে ৩ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয়স্থানে আছে আফগানিস্তান। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে ভারত। তলানিতে আছে বাংলাদেশ।

বাংলাদেশ দল:
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান ও শহীদুল আলম।
রক্ষণভাগ : এসএম মঞ্জুরুর রহমান, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত ও রায়হান হাসান।
মিডফিল্ডার : জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ, রবিউল হাসান, সোহেল রানা, আরিফুর রহমান, মামুনুল ইসলাম মামুন, মোহাম্মদ ইব্রাহিম ও জুয়েল রানা।
ফরোয়ার্ড : তৌহিদুল আলম সবুজ, নাবীব নেওয়াজ জীবন, মতিন মিয়া, মাহবুবুর রহমান ও সাদ উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়