শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:০০ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীরব মতিঝিল ক্লাবপাড়া

ডেস্ক রিপোর্ট : পুরো এলাকা জুড়েই ছিল প্রাণচাঞ্চল্যতা। কিন্তু ক্যাসিনোবিরোধী অভিযানের পর মতিঝিল ক্লাবপাড়ায় সুনসান নীরবতা নেমে এসেছে। রাততো বটেই দিনের বেলায় নীরবতা দেখলে মনে হবে অঘোষিত কার্ফু জারি করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর ইয়ংমেন্স ফকিরেরপুল দিয়ে অভিযান শুরু। এরপর ওয়ান্ডারার্স, আরামবাগ, দিলকুশা, ভিক্টোরিয়া ও মোহামেডান ক্লাবে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ক্লাব মানে যেখানে খেলাধুলা ও খেলোয়াড়দের আনাগোনা থাকবে। কিন্তু তার ভিতরে ক্যাসিনোসহ অনৈতিক কাজকর্ম চলে তা কারোর জানা ছিল না। যেসব ক্লাবকে ঘিরে এক সময় সমর্থকরা গর্ববোধ করতেন এখন কর্মকর্তাদের অনৈতিক কর্মকান্ডে ধিক্কার দিচ্ছে। অভিযান চালানোর পরই মতিঝিল পাড়ার ক্লাবগুলোর ক্যাসিনো রুম সিলগালা করে দিয়েছে। মেইন ফটকে দরজা খোলা থাকলেও কর্মকর্তা ও খেলোয়াড়দের আনাগোনা খুবই কম। সন্ধ্যার পরতো ভুলেও কেউ ক্লাব পাড়ায় পা বাড়ায় না।বাংলাদেশ প্রতিদিন

যারা ক্লাবে ক্যাসিনো পরিচালনা করতেন অনেকেই গ্রেফতার হয়েছেন। অনেকে আবার গা ঢাকা দিয়েছেন। মতিঝিল পাড়ার প্রতিটি ক্লাবেরই বেহাল দশা। বিশেষ করে ঐতিহ্যবাহী মোহামেডানের সংকটাপন্ন অবস্থা। বলা হতো উপযুক্ত ফান্ড না পাওয়ায় তারা ক্লাব চালাতে পারছে না। কিন্তু কর্মকর্তার কুন্ডকর্মে ক্লাবগুলো অন্ধকারে হারিয়ে যাচ্ছে তা বের হয়ে আসে ক্যাসিনোবিরোধী অভিযানের পর। মোহামেডান ক্লাবের সদস্যসচিব লোকমান হোসেন ভূঁইয়া গ্রেফতারের পর স্বীকার করেছেন তিনি কোটি কোটি টাকা অস্ট্রেলিয়ায় পাচার করেছেন। অথচ তারই দল কিনা অর্থ খুঁজে পায় না। সুনসান নীরবতা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন মতিঝিল ক্লাবপাড়ায় আবার প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে কি! বিশেষ করে মোহামেডান ও আরামবাগের সমস্যাটা প্রকট। এ অবস্থায় তারা প্রিমিয়ার ফুটবল লিগে দল গড়বে কীভাবে? প্রশ্ন উঠেছে গ্রেফতারের পর রাজনৈতিক নেতারা সংগঠন থেকে যেখানে বহিষ্কার হয়েছেন সেখানে লোকমানের পদ এখনো বহাল থাকে কীভাবে। বিসিবি পরিচালকের পদ থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে না কেন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়