শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী বলেছেন, শুধু সরকারপ্রধান নয় মা হিসেবে আবরার হত্যার বিচার করবো

সালেহ্ বিপ্লব : গতরাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।

অনির্ধারিত এই বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুয়েট-হত্যাকা-ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বুয়েট ভিসির ভূমিকায় বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘অভিভাবক হিসেবে উপাচার্যের উচিৎ ছিলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাওয়া। উনি কেমন ভিসি? একটা ছাত্র মারা গেল আর এতটা সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন!’

শেখ হাসিনা বলেন, হত্যাকা-ের ব্যাপারে আমাদের অবস্থান কঠোর। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। যারা জড়িত ছিল তাদেরকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে। এ রকম তাৎক্ষণিক ব্যবস্থা কোনো সরকারের সময় নেয়া হয়নি। আইন অনুযায়ী এই ঘটনার বিচার হবে।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, প্রধানমন্ত্রী বলেছেন, কিছু দুষ্টু রাজনীতিক আবরার হত্যাকা-কে পুঁজি করে ফায়দা হাসিলের চেষ্টা চালাবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা একবার যখন ধরতে শুরু করেছি, সব অপরাধীকেই ধরবো।

বুয়েটে চলমান আন্দোলন নিয়ে ছাত্রলীগকে নীরব থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা এ ঘটনা নিয়ে রাজনীতি করছি না। ছাত্রলীগ বা সরকার অপরাধীদের পক্ষ নেয়নি। তাই ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে যাতে কেউ আন্দোলনটিকে রাজনৈতিক রং দিতে না পারে।

গণভবনে এ অনির্ধারিত বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু কোনও দিনক্ষণ ঠিক হয়নি বলে জানা গেছে।

এদিকে আবরার হত্যাকা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করবে ছাত্রলীগ। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় জানিয়েছেন, ‘সংবাদ সম্মেলনে আমরা নেত্রীর নির্দেশনা জানাবো। ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান নেই, শাস্তি পেতেই হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়